গত রবিবার গ্র্যামি অনুষ্ঠানে একটি সাহসী স্টান্ট করতে দেখা গেল হলিউডের এক তারকা দম্পতিকে। ৪৬ বছর বয়সী র্যাপার ইয়ে ওয়েস্ট তাঁর স্ত্রী ৩০ বছর বয়সী বিয়াঙ্কা সেন্সরিকে ক্যামেরার সামনে অর্ধনগ্ন হওয়ার নির্দেশ দেন। রবিবার রাতে গ্র্যামির রেড কার্পেটে ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন সকলে।
ঠিক কী হয়েছিল?
সিবিএস মর্নিং দ্বারা শেয়ার করা ভাইরাল টিক টক ভিডিয়োয় দেখা যায়, ক্যামেরার সামনে একটি কালো রঙের বিশাল বড় জ্যাকেট পরে আসেন বিয়াঙ্কা সেন্সরি। পাশে ছিলেন স্বামী ইয়ে ওয়েস্ট। ক্যামেরার সামনে দুজনকে কোনও গোপন আলোচনা করতে দেখা যায়।
আরও পডুন: এবার ফতিমাকে ডেট করছেন মাধবন, বলছেন ‘আপ জ্যাইসা কোই’, বলিউডে নতুন রসায়ন?
স্বামীর নির্দেশ পাওয়া মাত্রই বিয়াঙ্কা পিছনে মুখ ফিরে দাঁড়ান এবং গায়ে থাকা কোট নামিয়ে দেন। কালো পোশাকটি সরে যেতেই দেখা যায় একেবারে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন বিয়াঙ্কা। একটি স্বচ্ছ পোশাক গায়ে থাকলেও তা লজ্জা আবরণ করছিল না।
ইয়ে তাঁর স্ত্রীকে কী নির্দেশ দিয়েছিলেন তা বোঝা না গেলেও অনুমান করা হচ্ছে তিনি বলেছিলেন, এমন একটি দৃশ্য তৈরি করার জন্য যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়।স্বামীর কাছ থেকে গায়ের কোট ফেলে দেওয়ার নির্দেশ পেয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানানোর প্রায় সঙ্গে সঙ্গে অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে পড়েন বিয়াঙ্কা।
রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ক্যামেরার সামনে এই অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে পড়ার প্রধান উদ্দেশ্য হল ইয়ের ‘Vulture 1’ অ্যালবামের প্রতিলিপি তৈরি করা সকল সামনে। অ্যালবামের কভারেও বিয়াঙ্কাকে এমন একটি ফেব্রিকের টুকরো গায়ে লাগিয়ে রাখতে দেখা যায় যাতে তাঁর নিতম্ব আংশিকভাবে ঢাকা থাকে।
আরও পডুন: টলিপাড়ায় ফের কাজ বন্ধ, পরিচালক শ্রীজিৎ-এর শ্যুটিং বন্ধে পাশে দাঁড়ালেন ডিরেক্টরস গিল্ডের সদস্যরা
গোটা ঘটনায় হইচই পড়ে যাওয়ায় কর্মরত পুলিশরা এই দম্পতিকে ইভেন্ট থেকে বের করে দেন। গোটা ঘটনায় হতবাক জনগণের মধ্যে কেউ কেউ সেন্সরির মানসিক সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, কেউ কেউ আবার বিয়াঙ্কাকে এই অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করেছেন।