'আমি যে তোমার'-২০০৭ সালে মুক্তি পাওয়া 'ভুল ভুলাইয়া' ছবির সেই গান, মঞ্চুলিকার বেশে বিদ্যা বালানের সেই নাচ নিশ্চয় এখনও সকলের মনে গেঁথে রয়েছে? সেই নৃত্যশিল্পীর বেশে, ঘেঁটে যাওয় টিপ, সিঁদুরে লেপা কপাল ও মেকআপ, এলোমেলো চুলে আইকনিক গানে বিদ্যার নাচ সিনেমাপ্রেমীদের পক্ষে ভোলা সম্ভব নয়। আরও একবার সেই একই গানে নাচলেন বিদ্যা। সৌজন্যে ভুল ভুলাইয়া ৩। ২৫ অক্টোবর সামনে এল 'আমি যে তোমার'-এর নতুন সংস্করণের ঝলক। যদিও পুরো গান ও নাচটি মুক্তি পাবে সামনের দিওয়ালিতে।
আর এই গানের দৃশ্যে বিদ্যা বালানের সঙ্গে দেখা মিলল মাধুরী দীক্ষিতের। ভুল ভুলাইয়া ৩-র ‘আমি যে তোমার ৩.০’ গানটি একটা রাজকীয় প্রাসদের পটভূমিতে তৈরি করা হয়েছে। যেটি দেখলে আপনার আরও একবার মনে পড়ে যাবে অক্ষয় কুমার অভিনীত ‘ভুল ভুলিয়া’ (২০০৭) ছবির সেই আইকনিক গান ও বিদ্যা বালানের পারফরম্যান্সের কথা। তবে নতুন গানে একটু অন্যভাবে দেখা মিলেছে বিদ্যার। এবার আর এলোমেলো চুল, ঘেঁটে যাওয়া মেকআপ নয়। এক্কেবারে পরিপাটি হয়ে নেচেছেন বিদ্যা। আর আনারকলি ড্রেসে এই নাচে বিদ্যার সঙ্গী মাধুরী। এই নাচে বিদ্যার সঙ্গে আরও একবার নিজের 'মাধুরী' ছড়িয়ে দিয়েছেন মাধুরী।
আরও ইন্ডিয়ান আইডলে কলকাতার সৃজন, তাঁর সঙ্গে মিলেই 'সিঙ্গল' থাকার শপথ নিলেন বাদশা, কিন্তু কেন?
এর আগে সঞ্জয় লীলা বনশালির 'দেবদাস' ছবিতে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন মাধুরী দীক্ষিত। এখানে আরও একবার দেখা মিলল নৃত্যশিল্পীর বেশে তাঁর সেই স্বর্গীয় লুক। মাধুরী এবং বিদ্যা, দুজনকেই এখানে গণিকার বেশে দেখা যায়। নতুন এই গানটিও গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গানটি সংগীত পরিচালনা করেছেন আমাল মালিক। গানের কথা লিখেছেন সমীর।
এই ছবিতে কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, ছাড়াও রয়েছেন তৃপ্তি দিমরি। রাজপাল যাদব, বিজয় রাজ, সঞ্জয় মিশ্র, অশ্বিনী কালসেকর, রাজেশ শর্মা, মণীশ ওয়াধওয়া, রোজ সারদানা, কাঞ্চন মল্লিক প্রমুখ। হ্য়াঁ, ঠিকই শুনছেন ভুল ভুলাইয়া-থ্রিতে অভিনয় করেছেন কলকাতার বিধায়ক, অভিনেতা কাঞ্চন মল্লিক। এবার দীপাবলিতে দর্শকদের কাছে এটাই তাঁর বিশেষ চমক।
ছবিটি পরিচালনা করেছেন আনিস বাজমি এবং সহ-প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার এবং মুরাদ খেতানি। ভুল ভুলাইয়া ৩ মুক্তি পাবে ২০২৪ সালের ১ নভেম্বর।