অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক নাকি ভাঙছে! এ গুঞ্জন তো বহু পুরনো। সম্প্রতি শোনা গিয়েছে নিমরত কৌরের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্কের গুঞ্জন। শোনা যাচ্ছিল, 'দসভি' ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি অভিষেকের সঙ্গে নিমরতের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। আর তাতেই ঐশ্বর্যর সঙ্গে তাঁর সম্পর্কে চিড় ধরেছে। যদিও এবিষয়ে স্পিকটি নট ঐশ্বর্য-অভিষেক।
ঐশ্বর্য-অভিষেকের সম্পর্কে ভাঙন, অভিষেক-নিমরতের প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়াতেও নানান মিম ঘুরে বেড়াচ্ছে। ঐশ্বর্যর সঙ্গে নিমরতের তুলনা করতেও ছাড়ছেন না অনেকেই। এমনকি 'দসভি'-র প্রচারের সময় অভিষেককে আরাধ্যাকে নিয়ে নানান প্রশ্ন করেছিলেন নিমরত। সম্প্রতি অনেকে সেই প্রসঙ্গগুলিও টেনে তুলে আনছেন। অভিষেক-নিমরতের প্রেম নিয়ে যখন নানান গুঞ্জন চলছে। ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভিডিয়ো পোস্ট করলেন নিমরত কৌর।
কী আছে সেই ভিডিয়োতে?
দেখা যাচ্ছে, ভাইরাল কোনও এক ভিডিয়োতে লিপ (ঠোঁট নাড়িয়েছেন) দিয়েছেন নিমরত। সেখানে বলতে শোনা যাচ্ছে, ‘লোক দেখ দেখ জল জাঁ’। রয়েছে আরও একলাইন কথা। তবে পুরোটাই তিনি বলেছেন পাঞ্জাবিতে। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘লোকজন আমাদের আসল বন্ধুত্ব দেখে জ্বলছেন বা হিংসে করছেন। বন্ধুত্ব এমনই হওয়া উচিত, যাতে লোক সেটা দেখে হাঁ হয়ে যান।’ ভিডিয়োতে ঘরে রাখা একটা সোফার সামনে মাটিতে বসে থাকতে দেখা যাচ্ছে নিমরতকে। সোফার উপরে বসে রয়েছে একটা বিড়াল। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে নিমরত লিখেছেন, ‘মেরি অৌর কেসি (করম চাঁদ) দোস্তি হো তো এ্যায়সি। আপনার বেস্ট ফ্রেন্ডকেও ট্যাগ করুন।’
অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর প্রেমচর্চার মাঝে নিমরতের এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবেই ভাইরাল হয়েছে। যদিও নিমরত কৌর অভিষেকের সঙ্গে তাঁর প্রেমচর্চা নিয়ে সরাসরি কিছু বলেননি।
এদিকে সম্প্রতি আরাধ্যাকে নিয়ে 'দসভি'র প্রমোশনের সময় নিমরতের যে কথাগুলি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, তিনি অভিষেককে প্রশ্ন করেছিলেন, ‘আরাধ্যার স্কুলের কাজ কে করায়?’ উত্তরে অভিষেক বলেছিলেন, এই দায়িত্ব ঐশ্বর্যই সামলান, ২-৩ সপ্তাহ অন্তর তিনি মেয়েকে স্কুলের কাজ করাতে বসেন। অভিষেক অবশ্য বলেছিলেন, ‘ঐশ্বর্য দারুণ মা’। তবে আরাধ্যাকে নিয়ে নিমরতের আগ্রহ এখন অন্য চোখে দেখতে শুরু করেছেন নেটিজেনরা।