হঠাৎ করেই লিয়েন্ডার পেজ ও কিম শর্মার সাধের সংসারে বিচ্ছেদের সুর! এবারও প্রেম টিকলো না ‘মহব্বতে’ নায়িকার। সোমবারই কানাঘুষো শোনা যায়, পথ আলাদা হয়েছে এই জুটির। শুধু প্রেম নয়, একসঙ্গেই থাকতেন দুজনে। তাঁদের মাখোমাখো রোম্যান্সের ছবি হামেশাই নজর কাড়ত অনুরাগীদের। ব্রেক আপ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হলেও টেনিস তারকা লিয়েন্ডারের সঙ্গে পোস্ট করা সমস্ত ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছে দিলেন অভিনেত্রী।
শুরু থেকেই নিজেদের প্রেম নিয়ে বেশ খোলামেলা কিম-লিয়েন্ডার। কোনওদিন গোপন রাখেননি সম্পর্ককে। কিন্তু প্রেম-সফরের দু-বছর পার করতে না করতেই আচমকাই বিচ্ছেদ! এর আগে কলকাতার রাস্তায় বহুবার রোম্যান্সে মজেছেন দুজনে। গত বছরই কিমকে কলকাতার দুর্গাপুজো দেখাতে হাজির করেছিলেন লিয়েন্ডার। ফলাও করে ছবিও পোস্ট করেছিলেন, কিন্তু সেই-সব ছবি এখন মুছে ফেলেছেন নায়িকা। যদিও লিয়েন্ডারের তরফে এখনও তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি। পাশাপাশি ইনস্টায় এখনও পরস্পরকে ফলো করেন কিম ও লিয়েন্ডার। কী কারণে দুজনের মধ্যে হঠাৎ দূরত্ব তৈরি হল তা স্পষ্ট নয়। তবে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, কমিটমেন্ট নিয়ে সমস্যার কারণেই নাকি আলাদা হয়ে গিয়েছেন কিম আর লিয়েন্ডার।
মাস কয়েক আগেও কিম-লিয়েন্ডারের বিয়ের গুঞ্জন নিয়ে কম চর্চা হয়নি, সেখান থেকে হঠাৎ করেই ব্রেক-আপ! গত ২৮ মার্চ ছিল দুজনের ভালোবাসার দ্বিতীয় বর্ষপূর্তি। কিন্তু এদিন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটিও ছবি পোস্ট করেননি দুজনে, যা তাঁদের ব্রেকআপের খবরে ঘি ঢালে। ২০২২ সালের মার্চে লিয়েন্ডারের প্রতি ভালোবাসা জাহির করে কিম লিখেছিলেন, ‘হ্যাপি অ্যানিভারসারি চার্লস। ৩৬৫ দিন… অন্তহীন মুহূর্ত, আনন্দ, কত কী শেখা! আমার হওয়ার জন্য ধন্যবাদ, ভালোবাসি তোমাকে- মিচ।’
এর আগে ক্রিকেট তারকা যুবরাজ সিং-এর সঙ্গে সম্পর্কে ছিলেন কিম শর্মা। দীর্ঘদিনের সেই সম্পর্ক টেকেনি। পরে ফের এক ক্রীড়াবিদকেই মন দেন কিম, এবারেও টিকলো না সম্পর্ক! অন্যদিকে লিয়েন্ডার পেজ একটা সময় লিভ ইন সম্পর্কে ছিলেন সঞ্জয় দত্তের প্রাক্তন স্ত্রী রিয়া পিল্লাইয়ের সঙ্গে। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। সম্প্রতি লিয়েন্ডারকে মেয়ের ভরণপোষণ বাবদ রিয়াকে প্রতি মাসে এক লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয় আদালত, এর জেরে ফের চর্চায় উঠে আসে লিয়েন্ডারের পুরোনো সম্পর্ক।