বাংলা নিউজ > বায়োস্কোপ > The Kerala Story Row: কেরালা স্টোরি-র টিমের সঙ্গে দেখা করলেন আদিত্যনাথ, কী প্রতিশ্রুতি দিলেন সেখানে?

The Kerala Story Row: কেরালা স্টোরি-র টিমের সঙ্গে দেখা করলেন আদিত্যনাথ, কী প্রতিশ্রুতি দিলেন সেখানে?

দ্য কেরালা স্টোরির পরিচালক ও অভিনেতাদের সঙ্গে দেখা করলেন যোগী আদিত্যনাথ।

কেরালা স্টোরির পিছনে কি সত্যি আছে কোনও রাজনৈতিক উদ্দেশ্য, প্রশ্ন যত সময় যাচ্ছে ততই যেন জোড়ালো হচ্ছে। তবে বিতর্ককে সঙ্গী করে ছবি ভালোই ব্যবসা করছে। 

বর্তমান সময়ে সিনেমা আর রাজনীতি ওতোপ্রোতোভাবে জড়িয়ে গিয়েছে। কিছু সিনেমার গায়ে সেঁটে দেওয়া হচ্ছে ‘রাজনৈতিক প্রোপাগন্ডা’র তকমা। সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের মত, কোনও বিশেষ দল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই ছবি সামনে এনেছে। এর আগে ২০২২ সালে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটিকে ঘিরে এরকমই জলঘোলা হয়েছিল। আর এবার নিশানায় ‘দ্য কেরালা স্টোরি’। বিতর্ক আরও বাড়ল যখন ছবির টিমের সঙ্গে দেখা করলেন যোগী আদিত্যনাথ।

ইতিমধ্যেই পশ্চিম বাংলায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সিনেমাটিকে। যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভ এসেছে নানা মহল থেকে। সিনেমার পরিচালক-প্রযোজক থেকে শুরু করে, বলিউডের অন্দরেও আওয়াজ উঠেছে মমতার এই সিদ্ধান্তে। এমনকী তৃণমূল দলের অন্দরেই দলের বিধায়ক বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তীর কথাতেও যেন ক্ষোভের সুর স্পষ্ট। তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাব এসেছে, ‘সব থেকে বেশি আমাদের ইন্ডাস্ট্রিকেই সব জায়গায় টার্গেট করা হয়। আমাদেরই সব জায়গায় নানা ধরনের বিষয়ে ব্যবহার করা হয়।’

<p><i>কেরালা স্টরি টিমের সঙ্গে আদিত্যনাথ। </i></p>

কেরালা স্টরি টিমের সঙ্গে আদিত্যনাথ। 

এদিকে ছবির পরিচালনা করেছেন এক বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। আপাতত এই সিনেমা উত্তরপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউতে 'দ্য কেরালা স্টোরি'-এর নির্মাতা ও কাস্টদের সঙ্গে দেখা করেছেন।

যোগী আদিত্যনাথের সাথে দেখা করার পরে, বিপুল এএনআইকে বলেন, ‘উত্তরপ্রদেশ সরকার এবং যোগীজি এই পদক্ষেপ নিয়ে আমাদের মনোবল বাড়িয়েছে, আমাদের চিন্তাভাবনাকে অনেক শক্তিশালী করেছে। দর্শকরা এই ছবিটি প্রচুর পরিমাণে দেখছেন বলেও তিনি মানুষের কাছে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’

পরিচালক সুদীপ্ত সেন যোগ করেছেন, ‘আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ছবিটিকে করমুক্ত ঘোষণা করার জন্য এবং উত্তরপ্রদেশের নাগরিকদের এই ছবিটি দেখার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে এসেছি।’

জানা যাচ্ছে, ১২ মে লোক ভবনে আদিত্যনাথ তার মন্ত্রিসভার বাকি সদস্যদের সঙ্গে বসে ছবি দেখার জন্য একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা রেখেছেন।

ছবিটি বক্স অফিসেও ভালো ফল করছে। ৫ দিনে আয় করেছে ৫৬ কোটির কাছাকাছি। সিনেমার গল্প কেরালার হিন্দু মহিলাদের নিয়ে, যাঁদের জোরপূর্বক মুসলিম ধর্মে রূপান্তরিত করা হচ্ছে ও আইএসআইএস (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া)-এর হাতে তুলে দেওয়া হচ্ছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু Sunrisers Hyderabad বনাম Royal Challengers Bengaluru ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? অগ্নিদগ্ধ হয়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে, পাটনার হোটেলে বিধ্বংসী আগুনের জের মা হতে চান, মিলছে না পাত্র! প্রিয়াঙ্কার মতো ডিম্বাণু সংরক্ষণ করতে চান ম্রুনাল নিজেদের লাগেজ টেনে তুলতে হল লজ্ঝরে টেম্পোতে-নেপালে নেমে অবাক ক্যারিবিয়ান ব্রিগেড 'এখন তো শুধু মেরুকরণ,কোনও ধর্মীয় কাটামোর জন্য আমি ১টাকা দেব না', সাফ কথা বিদ্যার মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, মামলা গ্রহণ করেও পদক্ষেপ স্পষ্ট করল না HC ‘‌আগে দেবাংশুর সঙ্গে লড়ুন’‌, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা তাপপ্রবাহের দানবীয় দাপট বাংলায়! রয়েছে বৃষ্টিরও খবর, আবহাওয়ার আপডেট একঝলকে বড়দের সাথে একমঞ্চে বসলেন না, ভিড়ের হাত থেকে বাবাকে আগলে ‘লক্ষ্মীছেলে’ অভিষেক

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.