বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan: লাগাতার খুনের হুমকি, প্রাণে বাঁচতে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সলমন, দাম কত জানেন?

Salman Khan: লাগাতার খুনের হুমকি, প্রাণে বাঁচতে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সলমন, দাম কত জানেন?

সলমনের নতুন বুলেটপ্রুফ গাড়ি

Salman Khan: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় ভাইজান, গত মাসে নতুন করে হুমকি চিঠি পেয়েছেন অভিনেতা। নিরাপত্তা আঁটসাট করতে এবার বুলেটপ্রুফ গাড়ি আমদানি করলেন দাবাং খান। 

গত মাসে নতুন করে সলমনকে প্রাণে মারার হুমকি চিঠি আসে। বেশ কয়েক বছর ধরেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের টার্গেট ভাইজান। অভিনেতাকে প্রকাশ্যে খুনের হুমকি দিয়েছেন জেলবন্দি লরেন্স বিষ্ণোই। ভাইজানের নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখছে না পুলিশ, তাঁকে ওয়াই প্লাস ক্যাটেগরির সুরক্ষা প্রদান করা হয়েছে। অন্যদিকে সলমনের ব্যক্তিগত দেহরক্ষীরাও সদা ততপর অভিনেতার সুরক্ষায় যাতে কোনও ফাঁক না থাকে তা নিশ্চিত করতে।

এবার নিজের সুরক্ষার জন্য মোটা টাকা খরচ করলেন সলমন। একটি বুলেটপ্রফু গাড়ি কিনেছেন দাবাং তারকা। বর্তমানে নিশান প্য়াট্রোল এসইউভি-তে করেই যাতায়াত করছেন অভিনেতা। ভারতীয় বাজারে এখনও লঞ্চ হয়নি এই বিলাসবহুল এবং মাল্টি-স্পেশ্যালিটি বুলেটপ্রুফ কার। বিদেশ থেকে এই গাড়ি আমদানি করেছেন সুপারস্টার সলমন খান। এই গাড়ি করেই আজকাল বিভিন্ন ইভেন্টে যাতায়াত করছেন সলমন, এমনকি ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর প্রচারেও সলমনের সফরসঙ্গী এই এসইউভি।

জানা গিয়েছে, এই গাড়িতে বি৬ এবং বি৭ লেবের সুরক্ষা রয়েছে। গাড়ির ৪১ এমএম মোটা কাঁচ ভেদ করা অসম্ভব হাই-পাওয়ার্ড রাইফেলের পক্ষেও। এর আগেও সলমন বুলেটপ্রুফ গাড়িতেই ঘোরাফেরা করছিলেন, টয়োটা ল্যান্ড ক্রুজারের পরিবর্তে প্রাণে বাঁচতে অভিনেতার নতুন সম্বল এই বুলেটপ্রুফ এসইউভি। জানা গিয়েছে, এই গাড়ির জন্য ৪৫.৮৯ লক্ষ টাকা খরচ করেছেন ভাইজান।

লরেন্স বিষ্ণোইয়েরর ডানহাত গোল্ডির সাগরেদ যে হুমকি ই-মেল পাঠায় সলমনকে, তাতে ‘ম্যাটার ক্লোজ’ করার কথা উল্লেখ রয়েছে। ওই হুমকি ভরা মেলে গোল্ডি জানতে চেয়েছেন যে সলমন লরেন্সের ইন্টারভিউটা দেখেছেন কিনা যেখানে লরেন্স বিষ্ণোইকে কৃষ্ণসার হরিণকে হত্যার জন্য সলমনকে ক্ষমা চাইতে বলেছেন,না হলে ফল ভোগ করার হুমকি দিয়েছেন। গত মাসের শেষেই ওই ই-মেল পাঠানোর অপরাধে ধাকড়রাম বিষ্ণোইকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

১৯৯৮ সালে সলমন খানের উপর যোদপুরে ফিল্মের শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সেই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল ভাইজান। এর আগে বেশ কয়েকবার সলমন খানকে শার্প শ্যুটার দিয়ে হত্যার ছক কষেছে লরেন্স বিষ্ণোই। ২০১৮ সালে প্রকাশ্যে সে জানিয়েছিল, ‘যোদপুরে সলমন খানকে আমরা হত্যা করব’।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে সামিল হয়েছিলেন সলমন। সেখান তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে মজার ছলে উত্তর দেন অভিনেতা। বলেন, ‘আমি সকলের ভাইজান নই, কারও আবার ‘জান’ও আমি। আমি তাঁদের ভাইজান, যাঁরা আমার ভাইয়ের মতো এবং যাঁদের আমি বোন হিসেবে দেখি।' এমন সিরিয়াস প্রশ্নের এমন মজাদার জবাব বোধহয় শুধু সলমন খানের পক্ষেই দেওয়া সম্ভব!

 

বায়োস্কোপ খবর

Latest News

বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.