বাংলা নিউজ > বায়োস্কোপ > ডিভোর্সের মামলা চলছে, তারপরেও রাজীবের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নাচ চারুর

ডিভোর্সের মামলা চলছে, তারপরেও রাজীবের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নাচ চারুর

রাজীব-চারু

‘আমি জানি, অনেকেই বলছেন, ফের নাটক শুরু হয়ে গেল। আসলে সবই বোকা বানানোর চেষ্টা’। তবে যে যাই বলুন, আমি জানি, কী করছি। আসলে বাবা (রাজীবের বাবা) ভালোবেসে বলেন, ভীষণ ভালো লাগবে যদিও জিয়ানা আমাদের সঙ্গে বিয়েতে যায় তো। ওঁর ইচ্ছা পূরণ করতেই আমি রাজি হয়ে যাই, এবং বিয়েতে যোগ দিতে কলকাতা গিয়েছিলাম।'

খোদ কলকাতাতেই ছিল অনুষ্ঠান। সেখানে রাজীব সেনের হাত ধরে, একে অপরের ঘনিষ্ঠ হয়ে 'প্যাহেলা প্যাহেলা প্যায়ার হ্যায়' গানে নাচতে দেখা গিয়েছে চারু আসোপাকে। ভিডিয়োটি সম্প্রতি চারুই তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন। যা দেখে বহু নেটনাগরিকের উৎসুক প্রশ্ন, আদপে হচ্ছে টা কী? চারু-রাজীবের বিচ্ছেদটা কি হচ্ছে? নাকি তাঁরা সমস্যা মিটিয়ে নিয়ে ফের একসঙ্গেই থাকছেন।

এবার সেটা নিয়েই সংবাদমাধ্যমে মুখ খুলেছেন চারু আসোপা। বলেন, ‘আমি জানি, অনেকেই বলছেন, ফের নাটক শুরু হয়ে গেল। আসলে সবই বোকা বানানোর চেষ্টা’। তবে যে যাই বলুন, আমি জানি, কী করছি। আসলে বাবা (রাজীবের বাবা) ভালোবেসে বলেন, ভীষণ ভালো লাগবে যদিও জিয়ানা আমাদের সঙ্গে বিয়েতে যায় তো। ওঁর ইচ্ছা পূরণ করতেই আমি রাজি হয়ে যাই, এবং বিয়েতে যোগ দিতে কলকাতা গিয়েছিলাম।'

চারু জানান, 'আসলে নতুব বরের মায়ের অনুরোধে তিনি রাজীবের সঙ্গে স্টেজ পারফরম্যান্স করেন। রাজীবের সঙ্গে বিয়ে ভাঙলেও চারু বলেন, আমার শ্বশুরমশাই আসলে একজন রত্ন, ভীষণই ভালো মানুষ। আমি সবসময়ই ওঁর সঙ্গে যোগাযোগ রাখব। ওঁরা আর জিয়ানা সবসময়ই আমার পরিবার। তবে আমি এবার আর রাজীবের থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসিনি। বিবাহবিচ্ছেদের আবেদন করার পর আমরা কাউন্সেলিং-পর্বের মধ্যে দিয়ে চলেছি। জুন পর্যন্ত সময় আছে। তবে এটা ভেবে ভালো লাগছে, আমাদের মধ্যে তিক্ততা দূর হয়েছে। রাজীবও ওঁর মতো করে চেষ্টা করছে।'

২০১৯-এ বাঙালি রীতি মেনে সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী চারু আসোপা। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের মধ্যে সম্পর্ক তিক্ত হয়। নানান ওঠাপড়ার মধ্যে দিয়ে পথ হাঁটেন তাঁরা। এসবের মধ্যেই রাজীব-চারুর জীবনে আসে তাঁদের একমাত্র মেয়ে জিয়ানা। তারপরেও রাজীব-চারু দু'বার বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসেন মেয়ে জিয়ানার কথা ভেবেই। তবে শেষপর্যন্ত গত বছর তাঁদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে ওঠে যে বিবৃতি জারি করে একে অপরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। এমনকি রাজীবের বিরুদ্ধে মারধরের অভিযোগও করেন চারু। তবে শেষপর্যন্ত মেয়ের কথা ভেবেই তিক্ত, কাদা ছোড়াছুড়ি থেকে সরে আসেন তাঁরা। তবে সম্পর্ক সুস্থ হলেও বিচ্ছেদের সিদ্ধান্তেই অটল চারু আসোপা। জুনেই পাকাপাকি ভাবে আইনি বিচ্ছেদ হতে চলেছে বলে জানান চারু।

 

বন্ধ করুন