অভিমানের বরফ গলে সম্প্রতি এক বিয়ে বাড়িতে কাছাকাছি এসেছেন অভিষেক-ঐশ্বর্য। বিচ্ছেদ জল্পনায় জল ঢেলে বরের বাহুলগ্না হয়ে ধরা দিয়েছেন রাই সুন্দরী। তাতে অনেকটাই স্বস্তিতে বচ্চন পরিবারের ভক্তরা। শোবিজ জগতে ডিভোর্স আম ব্যাপার। কিন্তু অ্যাশ-অভিষেক জুটির বিচ্ছেদের ভাবনা ঘুম উড়িয়েছিল ভক্তদের। এর মাঝেই দ্বিতীয়বার বাবা হওয়া নিয়ে মুখ খুললেন ‘আই ওয়ান্ট টু টক’ অভিনেতা।
আরও পডুন-নিন্দকদের মুখে ছাই! বিয়েবাড়িতে অভিষেকের বাহুলগ্না ঐশ্বর্য, হাজির হৃতিক-সাবাও
সদ্যই কৈশোরে পা দিয়েছে আরাধ্যা। ১৩ বছর পর ফের দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন অভিষেক-ঐশ্বর্য? সম্প্রতি রিতেশ দেশমুখের চ্যাট শো, কেস তো বানতা হ্যায়-তে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন অভিষেক। সেখানেই বন্ধু রীতেশ খোঁচা দিয়ে অভিষেককে প্রশ্ন করেন, 'অমিতাভজি, ঐশ্বর্য, আরাধ্যা, আপনার নামও 'এ' অক্ষর দিয়ে শুরু হয়। তাহলে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন কী ভুল করেছেন?' অভিষেক জবাব দেন, ‘এটা আপনাকে তাদের জিজ্ঞাসা করতে হবে। তবে আমি মনে করি এটি আমাদের বাড়িতে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। অভিষেক, আরাধ্যা….’
রীতেশ মাঝপথেই অভিষেককে থামিয়ে দিয়ে বলেন, ‘আরাধ্যার পরে?’ উত্তরে অভিষেক বলেন, ‘না, এখন আর নয়। পরবর্তী প্রজন্ম আসার পর দেখা যাবে।’ এরপরই রীতেশ তাঁকে ঠাট্টা করে বলেন, ‘এত অপেক্ষা কে করবে? যেমন রীতেশ, রিয়ান, রাহিল (রীতেশের দুই ছেলে) তেমনই অভিষেক, আরাধ্যা…’। এই কথা শুনেই অভিষেক লজ্জায় লাল হয়ে যান। যিনি তখন উত্তর দেন,'আমার বয়সের কথাটা খেয়াল রাখো, আমি তোমার গুরুজন রীতেশ, বয়সে তোমার চেয়ে বড়'। এরপরে রিতেশ তাঁর পা ছুঁয়ে কথোপকথন শেষ করেন।
২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঐশ্বর্য। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম হয় আরাধ্যার। সম্প্রতি অনন্ত আম্বানির বিয়েতে আলাদাভাবে হাজির হওয়ার পর জুটির বিবাহবিচ্ছেদের গুজব ছড়িয়েছিল। আরাধ্যার জন্য ঐশ্বর্য রাইয়ের সাম্প্রতিক জন্মদিনের পোস্টে অভিষেকের অনুপস্থিতি এই গুজবের আগুনে ঘি ঢালে। যদিও পরে জানা যায়, মেয়ের বিশেষ দিনে বেশ হাজির ছিলেন অভিনেতা। সম্প্রতি, তাদের একসাথে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে এবং তাদের ছবিগুলি ইন্টারনেটে রীতিমতো ভাইরাল।
অভিষেককে শেষ দেখা গেছে 'আই ওয়ান্ট টু টক' সিনেমায়। ছবিটি বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে, যদিও সমালোচকরা তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। আগামীতে অভিষেককে দেখা যাবে 'হাউসফুল ৫'-এ, যেখানে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, সোনম বাজওয়া, ফারদিন খান, নার্গিস ফাকরি প্রমুখ। শাহরুখ খান অভিনীত 'কিং' ছবিতেও খলনায়কের ভূমিকায় দেখা যাবে জুনিয়র বি-কে। অভিষেক রেমো ডি'সুজার নাচের ছবি বি হ্যাপিতেও দেখা যাবে, যা সরাসরি প্রাইম ভিডিও ইন্ডিয়ায় মুক্তি পাবে।