বিগত প্রায় বছর খানেক ধরে শোনা যাচ্ছে, ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের মধ্যে নাকি কিছুই ঠিক নেই। অভিনেত্রী নাকি আর জলসায় থাকেন না। মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন। সম্প্রতি তো তাঁকে নামের পাশ দিয়ে বচ্চন পদবী সরিয়ে ফেলতেও দেখা গিয়েছে। একদিকে যখন অভিষেকের সঙ্গে তাঁর প্রায় ১৭-১৮ বছরের দাম্পত্য জীবন ভাঙনের মুখে দাঁড়িয়ে তখন তাঁর বেটার হাফ বিবাহিত পুরুষদের জন্য দিলেন কোন টিপস?
কী বলেছেন অভিষেক?
সম্প্রতি ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠিত হয় গেল। সেখানেই যোগ দিয়েছিলেন অভিষেক বচ্চন। আর এই অনুষ্ঠানেই অভিনেতাকে জিজ্ঞেস করা হয় যে তিনি কীভাবে পরপর এমন দুর্ধর্ষ পারফরমেন্স উপহার দিচ্ছেন দর্শকদের? উত্তরে অভিষেক বলেন, 'এটা তো ভীষণই সোজা। আমাদের (অভিনেতাদের) তো এটার সঙ্গে কোনও সম্পর্কই নেই। খালি পরিচালক যা বলছে সেটা চুপচাপ করে যাও। চুপচাপ কাজ করে বাড়ি চলে আসি।'
তখন যখন তাঁর এই মন্তব্যকে স্ত্রীর দেওয়া নির্দেশের সঙ্গে তুলনা করা হয় নিছক মজা করে অভিনেতা ঘাড় ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে বলেন, 'হ্যাঁ। সব বিবাহিত পুরুষকেই এটা করতে হয়। স্ত্রী যা বলবে সেটাই করো।' একদিকে যখন তাঁর আর ঐশ্বর্যর বিচ্ছেদের চর্চা তুঙ্গে তখন অভিষেকের এই মন্তব্য হইচই ফেলেছে।
আরও পড়ুন: চাঙ্কি বা গোবিন্দা নন, আঁখে ছবিতে সবথেকে বেশি পারিশ্রমিক পেয়েছিল হনুমানটি! ৩১ বছর পর ফাঁস সত্যি
কেন ঐশ্বর্য এবং অভিষেকের ডিভোর্সের চর্চা চলছে?
চলতি বছরের শুরুর দিকে আম্বানি পরিবারের ছোট ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে বছরের মাঝামাঝি সময় বিয়ে, কখনই বচ্চন পরিবারের সঙ্গে সেসব অনুষ্ঠানে যেতে দেখা যায়নি রাই সুন্দরী এবং তাঁর মেয়ে আরাধ্যাকে। তাঁরা আলাদাই গিয়েছেন। অভিষেক গিয়েছেন পরিবারের সঙ্গে। সেই থেকে জল্পনা শুরু। মাঝে উসকে যায় অভিষেকের পরকীয়ার চর্চা। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে তাঁরা কেউই আনুষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করেননি।