অভিষেক-ঐশ্বর্যর ১৭ বছরের দাম্পত্য নাকি ভাঙনের মুখে। বচ্চন পরিবারে ভাঙন ধরেছে। গত এক বছর ধরেই তারকা দম্পতির ডিভোর্স চর্চা তুঙ্গে। হালে অভিষেকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও উঠেছে। অল ইজ নট ওয়েল, তা বেশ স্পষ্ট। অন্দরের জল্পনা, শাশুড়ি আর ননদের সঙ্গে বনিবনা হচ্ছে না অ্যাশের। অভিষেকের অবস্থা এখন ‘শ্যাম রাখি না কুল’। মেয়েকে নিয়ে আলাদা থাকছেন রাই সুন্দরী। জলসায় আর দেখা যায় না তাঁকে। আরও পড়ুন-মেয়েকে সাক্ষী রেখেই গোপন সাক্ষাৎ অভিষেক-ঐশ্বর্যর, ডিভোর্স জল্পনার মাঝে ফাঁস বড় সত্যি, তবে কি…
এর মাঝেই সোশ্যাল মিডিয়া তোলপাড় অভিষেকের এক ভিডিয়ো ঘিরে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিয়েছিলেন বচ্চন-পুত্র। ভিডিয়োতে দেখা গেল বিবাহিত পুরুষদের জন্য পরামর্শ ভাগ করে নিয়েছেন অভিষেক। যা শুনে বেশ হতভম্ব সক্কলে।
ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৪-এ হাজির হওয়ার সময়, অভিষেক বচ্চনকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কীভাবে ব্যাক-টু-ব্যাক দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে থাকেন। এর উত্তরে অভিনেতা বলেন, 'এটা খুবই সহজ। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। পরিচালক আমাদের যা করতে বলেন আমরা শুধু তাই করি। আমরা চুপচাপ কাজ করে বাড়ি ফিরি।
বিবাহিত পুরুষদের জন্য অভিষেক বচ্চনের পরামর্শ
সঞ্চালক যখন মজার ছলে তাঁর মন্তব্যকে স্ত্রীর নির্দেশ মেনে চলার সঙ্গে তুলনা করেন, তখন অভিষেক বচ্চন কাঁধ ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে বলেন, ‘হ্যাঁ। সব বিবাহিত পুরুষকেই এটা করতে হয়... তোমার বউ যা বলে তাই কর’। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই অভিষেকের এই মন্তব্যে আশার আলো দেখছেন ভক্তরা।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বচ্চনদের সঙ্গে দেখা যায়নি ঐশ্বর্য-আরাধ্যাকে। যা স্পষ্ট জানিয়েছিল ভাঙনের সুর স্পষ্ট। অমিতাভ বচ্চন, তাঁর স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক, মেয়ে শ্বেতা, নাতি অগস্ত্য নন্দা এবং নাতনি নভ্যা নাভেলি একসঙ্গে হাজির হয়েছিলেন। মেয়ে আরাধ্যাকে আলাদাভাবে অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে দেখা গিয়েছিল অ্যাশকে।
সম্প্রতি, মেয়ে আরাধ্যা বচ্চনের জন্মদিনের পার্টিতে অভিষেকের 'অনুপস্থিতি' নিয়েও কম কটাক্ষ, সমালোচনা হয়নি। গত ১৭ই নভেম্বর ছিল অভিষেক-ঐশ্বর্যর একমাত্র কন্যা আরাধ্যার জন্মদিন। মেয়ের জন্মদিনে কোনও শুভেচ্ছা জানাননি অভিষেক, সোশ্যালে বেজায় অ্যাক্টিভ অভিতাভের তরফেও কোনও বার্তা পাননি আরাধ্যা। যদিও রবিবার স্পষ্ট হয়, আরাধ্যার কৈশোরে পর্দাপর্ণের মুহূর্তের সাক্ষী ছিল তাঁর ‘পা’। এদিন আরাধ্যার জন্মদিনের অন্দরের ভিডিয়ো এসেছে প্রকাশ্যে। আরাধ্যার বার্থ ডে পার্টি আয়োজনের দায়িত্বে ছিলেন যতীন ভিমানি। যতীনের শেয়ার করা ভিডিয়োতে মেয়ের জন্মদিনের সুষ্ঠ আয়োজনের সঙ্গে তাঁকে ধন্যবাদ জানান অভিষেক এবং ঐশ্বর্য। তবে দুটি পৃথক ভিডিয়োতে ধরা দিয়েছেন তাঁরা। একফ্রেমে আসেননি।
সম্প্রতি সুজিত সরকারের 'আই ওয়ান্ট টু টক' ছবিতে অভিষেক বচ্চন এমন এক সিঙ্গল ফাদারের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ক্যানসারের মতো মারণরোগের সঙ্গে লড়াই করছেন। মেয়ের সঙ্গে শৈশব থেকেই জটিল সম্পর্ক তাঁর। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও অভিষেকের অভিনয় সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও মুগ্ধ করেছে। আগামীতে তাকে বি হ্যাপি সিনেমায় দেখা যাবে, এছাড়াও শাহরুখ খান অভিনীত কিং এবং অক্ষয় কুমার অভিনীত হাউসফুল ৫-এও থাকছে অভিনেতা।