বাংলা নিউজ > বায়োস্কোপ > Dharmendra-Suuny: আচমকাই দুঃসংবাদ! অসুস্থ ধর্মেন্দ্র, বাবাকে নিয়ে মার্কিন মুলুকে ছুটলেন সানি দেওল

Dharmendra-Suuny: আচমকাই দুঃসংবাদ! অসুস্থ ধর্মেন্দ্র, বাবাকে নিয়ে মার্কিন মুলুকে ছুটলেন সানি দেওল

সানি-ধর্মেন্দ্র

Dharmendra Health Update: বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন বলিউডের হি-ম্যান। ৮৭-র ধর্মেন্দ্রকে নিয়ে আমেরিকায় পাড়ি দিলেন সানি দেওল। ১৫-২০ দিন সেই দেশেই থাকবেন বাবা-ছেলে। 

গদর ২-এর বাঁধভাঙা সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেওল পরিবার। ২২ বছর পর বক্স অফিসে ব্লকবাস্টার হিটের মুখ দেখলেন সানি দেওল। মুক্তির পরেও ছবির প্রচারে এক ইঞ্চি জমি ছাড়েননি সানি, কিন্তু সেইসব ভুলে আপতত মার্কিন মুলুকে উড়ে গেলেন তারকা। ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে জানানো হয়, অসুস্থ ধর্মেন্দ্র। ৮৭ বছর বয়সী তারকার চিকিৎসার জন্যই আমেরিকা পাড়ি দিয়েছন সানি। আরও পড়ুন-‘বলিউড আমার পরিবারকে যোগ্য সম্মান দেয়নি’, গদর ২-এর সাফল্যের মাঝে বিস্ফোরক ধর্মেন্দ্র

আগামী ২০ দিন বাইডেনের দেশেই থাকবেন সানি ও ধর্মেন্দ্র। সূত্রের খবর, ৮৭ বছর বয়সী ধর্মেন্দ্রর শরীরে বার্ধক্যজনিত নানান সমস্যা ধরা পড়েছে। তাই চিকিৎসার জন্য বাবাকে নিয়ে সোজা আমেরিকা উড়ে গিয়েছেন সানি। আগামী দু থেকে তিন সপ্তাহ সেখানেই থাকবেন তাঁরা। তবে খুব বেশি চিন্তার কোনও কারণ নেই।

বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র ৯০-এর দোরগোড়ায় এসেও কাজ থেকে বিরতি নেননি। করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে দেখা মিলেছে গরম-ধরমের। সেখানে রণবীর সিং-এর ঠাকুর্দার চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। শাবনা আজমির ঠোঁটে ৮৭-র ধর্মেন্দ্রর চুমু নিয়ে উথাল-পাতাল সোশ্যাল মিডিয়া। হু হু করে ভাইরাল হয়েছে সেই মুহূর্ত। বক্স অফিসে ৩০০ কোটির গণ্ডি পার করেছে করণ জোহরের এই ছবি।

বক্স অফিসে সদ্য ৫০০ কোটির ম্যাজিক ফিগার পার করেছে গদর ২। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর -এক প্রেম কথা’র সিকুয়েল এই ছবি। বাস্তবের মতো পর্দাতেও দু-দশক এগিয়েছে গল্প। দেশভাগের প্রেক্ষাপট উঠে এসেছিল গদর-এ। আর দ্বিতীয়ভাগে ধরা পড়েছে ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের আবহ। দেশের বক্স অফিসে আয়ের নিরিখে ‘পাঠান’-এর পর এখন দু-নম্বর হিন্দি ছবি গদর ২। সেই সাফল্যের উদযাপনে সদ্যই সাক্সেস পার্টির আয়োজন করেছিলেন সানি। সেখানে দেখা মিলেছিল শাহরুখ,সলমন থেকে ইন্ডাস্ট্রির নামী-দামী তারকাদের। হাজির ছিলেন ধর্মেন্দ্র স্বয়ং।

<p>গদর ২-র সাক্সেস পার্টিতে এভারগ্রিন ধর্মেন্দ্র (ANI photo)</p>

গদর ২-র সাক্সেস পার্টিতে এভারগ্রিন ধর্মেন্দ্র (ANI photo)

গত মাসে এক সাক্ষাৎকারে প্রবীণ অভিনেতা আফসোস জাহির করে জানান, কোনওদিন যোগ্য সম্মান পায়নি তাঁর পরিবার। বর্ষীয়ান অভিনেতার কথায়, ‘আমার পরিবার কোনওদিন সঠিকভাবে নিজেদের মার্কেটিংটা করতে পারেনি। আমরা চেয়েছি কাজই আমাদের হয়ে কথা বলুক। বলিউডের সর্বকালের সেরা ব্লকবাস্টার ছবিগুলোর মধ্যে দু-টো সানির। কিন্তু কোনওদিন নিজের সাফল্যের খতিয়ান নিয়ে কথা বলে না। ববিও ভালো কাজ করছে। কিন্তু আমাদের কোনও প্রাপ্যটুকু দেওয়া হয় না। তাতে অবশ্য আমাদের কিছু যায় আসে না। ফ্যানেদের ভালোবাসাই আমাদের কাছে সব। ইন্ডাস্ট্রির তরফে কোনওরকম স্বীকৃতির দরকার নেই’। খানিক হতাশার সুরেই বলেন- ‘জানেন আমি কোনও অ্যাওয়ার্ড পাইনি, এমনকি সত্যকাম ছবির জন্যও নয়’।

বন্ধ করুন