আইসি ৮১৪v দ্য কান্দাহার হাইজ্যাক সিরিজটিকে নিয়ে যেন বিতর্ক থামছেই না। ইতিমধ্যেই সম্প্রচার মন্ত্রকের তরফে নেটফ্লিক্স ইন্ডিয়ার কন্টেন্ট হেডকে দেখে পাঠানো হয়েছে। এবার সেই বৈঠকের পর কী আপডেট প্রকাশ্যে আনা হল?
আরও পড়ুন: 'কাকু এক কৌটো লজেন্স দিল...' ডাক্তারদের বিক্ষোভে মানুষের সমর্থনে অভিভূত সোহিনী
আরও পড়ুন: 'বাংলার গর্ব', আরজি কর নিয়ে গান বাঁধায় অরিজিৎকে কটাক্ষ করেন কুণাল, এবার ক্ষতে প্রলেপ দিয়ে কী বললেন ফিরহাদ?
সরকারের তরফে কী জানানো হয়েছে?
নেটফ্লিক্স ইন্ডিয়ার কন্টেন্ট হেডকে কেন ডেকে পাঠানো হয়েছে এবার সেই কারণটা প্রকাশ্যে আনা হল। সূত্রের তরফে ANI কে জানানো হয়েছে, 'কারও কোনও অধিকার নেই এই দেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলার। ভারতের সংস্কৃতি এবং ভাবাবেগকে সম্মান করা উচিত। কোনও জিনিসকে ভুল ভাবে তুলে ধরার আগে ভাবা উচিত। সরকার গোটা বিষয়টাকে খুবই সিরিয়াসলি নিয়েছে।'
এই বৈঠকের পর সম্প্রচার মন্ত্রককে কী জানিয়েছেন নেটফ্লিক্স কন্টেন্টের হেড সেটাও এদিন সূত্রের তরফে সাংবাদিকদের জানানো হয়। তিনি জানিয়েছেন, 'নেটফ্লিক্সের তরফে জানানো হয় এবার থেকে তারা কন্টেন্ট রিভিউ করবে এবং নিশ্চিত করেছে যে ভবিষ্যতে তাদের প্ল্যাটফর্মে যত কন্টেন্ট আসবে সেগুলো সবই জাতীয় ভাবাবেগকে যাতে আঘাত না করে সেটা মনে রেখেই আনা হবে। সেনসিটিভলি দেখা হবে বিষয়টা।'
কী নিয়ে সমস্যা?
সম্প্রতি মুক্তি প্রাপ্ত ওয়েব সিরিজ 'আইসি 814: দ্য কান্দাহার হাইজ্যাক নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। সিরিজের প্রধান চরিত্রে বিজয় ভার্মাকে দেখা গিয়েছে। মূলত বিমান হাইজ্যাক নিয়েই গল্প। গল্পে যারা হাইজ্যাক করতে আসবে তাদের মধ্যে দুই ছিনতাইকারীর নাম দেওয়া হয়েছে 'ভোলা' এবং 'শঙ্কর'। আর এই নাম রাখাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বড় বিতর্ক। শুধুই কী তাই? এই সিরিজটি ১৯৯৯ সালের একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এক্ষেত্রে নেটাগরিকদের একদলের বক্তব্য হাইজ্যাক করার পর ওই ছিনতাইকারীরা যখন ধরা পড়ে, তখন জানা যায় যে এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদীরা মুসলিম ছিল। তাই নেটিজেনরা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের জন্য পরিচালক অনুভব সিনহার নিন্দা করেছেন।
আরও পড়ুন: 'প্রতিবাদের সুরের শব্দে বড় হয়ে ওঠো', আরজি করের জন্য প্রতিবাদের মাঝেই খুদেদের জন্য বিশেষ বার্তা কৌশিকের
ফ্রি প্রেস জার্নালের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, পাঁচ ছিনতাইকারীর নাম ইব্রাহিম আতহার, শহীদ আখতার সাঈদ, সানি আহমেদ কাজী, জহুর মিস্ত্রি এবং শাকির, তারা পাকিস্তানের একটি সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য ছিল। তাই আইসি '814: দ্য কান্দাহার হাইজ্যাক' সিরিজে, সন্ত্রাসবাদীদের নাম 'ভোলা' এবং 'শঙ্কর' রাখায় তাই ক্ষিপ্ত দর্শকদের একাংশ। এই পরিবর্তন দর্শকরা ভালো ভাবে গ্রহণ করেননি।