টিআরপি তালিকায় সেরা পাঁচে পরপর দু-সপ্তাহ জায়গা হয়নি মিঠাই-এর। সোশ্যাল মিডিয়ায় কানাঘুষো পুজোর পর নাকি বন্ধ হতে চলেছে মিঠাই। যদিও এই নিয়ে চ্যানেলের তরফে এখনও কোনওরকম মন্তব্য করা হয়নি। কিন্তু এই রটনার পিছনে বেশকিছু যুক্তি খাড়া করছেন নিন্দুকরা। এই সবের মাঝেই নতুন চিন্তা বাসা বেঁধেছে মিঠাই ভক্তদের মনে।
দীর্ঘ কয়েক মাস মিঠাই-তে দেখা যাচ্ছে না সোম মানে অভিনেতা ধ্রুব সরকারকে। চ্যানেলেরই অপর সিরিয়াল ‘পিলু’ নিয়ে আপতত ব্যস্ত সোম। ‘পিলু’ সিরিয়ালে দেখা যাচ্ছে ‘রুদ্র’ ফাহিমকেও। তাই মাঝে বেশকিছু দিন রুদ্র-নিপার প্রেম কাহিনিতে ব্রেক লেগেছিল। এবার তেমনটাই ঘটতে চলেছে শ্রীতমা এবং রাতুলের সঙ্গে?
জি বাংলায় খুব শীঘ্রই আসছে ‘নিম ফুলের মধু’। পল্লবী শর্মা এবং রুবেল দাস অভিনীত এই সিরিয়ালের প্রোমো সামনে আসতেই কার্যত ঘুম উড়েছে ‘মিঠাই’ ভক্তদের। রাত ৮টার স্লটে এই ধারাবাহিক আসবে না তো? এমন আশঙ্কায় ভুগছেন অনেকেই। এর মাঝেই মোদক পরিবারের জামাই রাতুলের দেখা মিলবে নতুন ধারাবাহিকে। এই ধারাবাহিকেও বরপক্ষ অর্থাৎ রুবেলের পরিবারের সদস্য হিসাবে দেখা যাবে অভিনেতা উদয় প্রতাপ সিং-কে।
এই প্রোমো দেখেই অনেক মিঠাই ভক্তদের প্রশ্ন রাতুল কি মিঠাই ছেড়ে দিচ্ছে নাকি সোমদার মতো? অনেকেই আবার এই বলে ভরসা জুগিয়েছেন এর আগে একসঙ্গে দুটো ধারাবাহিকে কাজ করেছেন উদয়, এবার ঠিক টাইম ম্যানেজ করবেন অভিনেতা।
'নিম ফুলের মধু'-র কাস্টিং জোরালো। তাই প্রাইম স্লটেই এই ধারাবাহিককে আনবে চ্যানেল তা স্পষ্ট। বর্তমানে জি বাংলায় শেষের পথে মূলত ‘লালকুঠি’। পুজোর পরপরই সেই ছবিটা খানিক স্পষ্ট হবে বলে আশা করা যায়।