মেয়ের বয়স এখনও তিন পূর্ণ হয়নি। খবর, ফের অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা। দ্বিতীয় সন্তান আসছে বিরুষ্কার ঘরে। আনুষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। এর মাঝেই সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে দ্রুত গুয়াহাটি থেকে মুম্বই উড়ে আসেন কোহলি। জল্পনা শুরু হয়, অনুষ্কা ঠিক আছেন তো?
অল ইজ ওয়েল, তার ইঙ্গিত মিলেছিল গতকালই। মঙ্গলবার টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দিতে গুয়াহাটি ফিরে গিয়েছেন বিরাট। এর মাঝেই এদিন রাতে ইনস্টাগ্রামে নীরবতা ভাঙলেন অনুষ্কা। ইয়ে দিল হ্যায় মুশকিল তারকা প্রেগন্যান্সি নিয়ে সরাসরি কিছু না বললেও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অভিনেত্রী। অনুষ্কা জানান, ‘যখন আপনি বুঝতে পারবেন যে প্রতিটি মতামত ব্যক্তিগত ইতিহাসে পরিপূর্ণ একটি দৃষ্টিভঙ্গি, তখন আপনি বুঝতে শুরু করবেন যে সমস্ত রায় আদপে স্বীকারোক্তি মাত্র’।
অনুষ্কার এই বার্তায় অনেকেই কনফিউজড। ঠিক কী বলতে চাইলেন নায়িকা? তাঁর ব্যক্তিগত জীবনে জনগণের বাড়তি নজরদাড়িতে বিরক্ত বিরাট ঘরণী? তেমনটাই কী বলতে চাইলেন অনুষ্কা?
ভামিকার বয়স এখন আড়াই বছর। জানুয়ারিতেই তিন পূর্ণ করবে সে। তার মধ্যেই ‘দিদি’ হতে চলেছে সে, এমনটাই জল্পনা। জানা গিয়েছে, প্রেগন্যান্সি নিয়ে এবারও গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি। সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পুজোয় ঢিলেঢালা চুড়িদার এবং শাড়িতেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। বেবি বাম্প ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা অনুষ্কার।
এই তারকা জুটির ঘনিষ্ট সূত্রের তরফে জানানো হয়েছে, 'অনুষ্কা দ্বিতীয়বার মা হতে চলেছেন। আগেরবারের মতো এবারেও ওঁরা পরের দিকে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এখনই কাউকে কিছু জানাতে চাইছেন না।' সম্প্রতি নাকি এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের ক্লিনিকের বাইরে ফ্রেমবন্দি হন অনুষ্কা। তবে সেই ছবি পাপারাৎজিদের প্রকাশ্যে না আনার অনুরোধ করেছেন অভিনেত্রী। কিন্তু সুখবর চাপা রইল না!
প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করবার পর ২০১৭ সালে ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরুষ্কা। সেই রূপকথার বিয়ে দেখে অবাক হয়েছিল গোটা বিশ্ব। ২০২১ সালের জানুয়ারি মাসে তাঁদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে না আনার সিদ্ধান্ত নিয়েছেন বিরুষ্কা। এর জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি তাঁদের। এখন দেখবার আনুষ্ঠানিকভাবে কবে আর কখন সুখবর শেয়ার করেন তারকা দম্পতি। মা হওয়ার পর এখনও স্ক্রিনে ফেরেননি অনুষ্কা। তবে চাকদা এক্সপ্রেস-এর কাজ শেষ করেছেন। খুব শীঘ্রই মুক্তি পাবে ঝুলন গোস্বামীর বায়োপিক। সেখানে রুপোলি পর্দায় ২২ গজ দাপিয়ে বেড়াবেন বিরাট কোহলির স্ত্রী।