বাংলা নিউজ > বায়োস্কোপ > Sidharth-Kiara Wedding: 'প্রাক্তন প্রেমিকার…. বিয়ে হয়ে গেল!' সিড-কিয়ারার বিয়ে,সোশ্যালে হাসির খোরাক সলমন

Sidharth-Kiara Wedding: 'প্রাক্তন প্রেমিকার…. বিয়ে হয়ে গেল!' সিড-কিয়ারার বিয়ে,সোশ্যালে হাসির খোরাক সলমন

কেন হাসির পাত্র হলেন সলমন?

Sidharth-Kiara Wedding: রাজস্থানে রাজকীয় বিয়ে সারলেন সিদ্ধার্থ-কিয়ারা, এদিকে টুইটারে ঠাট্টার পাত্র হতে হল সলমন খানকে! 

মঙ্গলবার মরুরাজ্য রাজস্থানের জয়সেলমেরে সাত পাক ঘুরেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি। সূর্যগড় দূর্গে অগ্নি সাক্ষী রেখে বিয়ের পর্ব সেরেছেন ‘শেরশাহ’ জুটি। রাত গড়াতেই প্রকাশ্যে এসেছে সেই রাজকীয় বিয়ের ছবি, যা দেখে কয়ের মুহূর্তের জন্য থমকে গিয়েছে সোশ্যাল মিডিয়া। তবে সিড-কিয়ারার বিয়ের আনন্দের মাঝেই সোশ্যাল মিডিয়ায় চরম হাসির খোরাক সলমন খান!

আসলে ৫৮ ছুঁইছুঁই ভাইজান আজও সিঙ্গল। বলিউডের ‘এলিজেবল ব্যাচেলার’-এর তালিকা থেকে যখন সিদ্ধার্থ মালহোত্রার নামও কাটা পড়ে গেছে, তখনও দাবাং খান কিন্তু চিরকুমার হয়েই রইলেন। সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের সেলিব্রেশনের মাঝে টুইটার-ফেসবুকে ভাইরাল হয়েছে একটি কোলাজ, সেখানে ঐশ্বর্য-অভিষেক, ক্যাটকিনা-ভিকি, রণবীর-আলিয়ার বিয়ের ছবি এবং সিদ্ধার্থ-কিয়ারার ছবি রয়েছে। একদম নীচে রয়েছে ভাইজানের ছবি। ক্যাপশনে লেখা, ‘প্রাক্তনের (ঐশ্বর্য) বিয়ে হল, দ্বিতীয় প্রাক্তন প্রেমিকা (ক্যাটরিনা) বিয়ে করল, প্রাক্তনের প্রাক্তন প্রেমিক (রণবীর) বিয়ে সারল, প্রাক্তনের প্রাক্তন প্রেমিকের বউয়ের (আলিয়া) প্রাক্তন প্রেমিক (সিদ্ধার্থ) বিয়ে করছে… আর তুমি..’।

এই ছবি ঘিরে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া উঠে এসেছে টুইটারে। একজন লেখেন, ‘ খুঁজে বার করুন এখানে এক্স কটা আছে এবং তার ভ্যালু কত?' জবাবে এক নেটিজেন রিপ্লাই দেয়, ‘এক্স হিসাবে সলমন খানের আদতে কোনও মূল্য নেই’। অনেকে আবার লিখেছেন, ‘সত্য়ি খারাপ লাগে সলমনের জন্য়, সকলেই ওকে ছেড়ে চলে যায়’। 

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানেই রাজকীয় বিয়ের পর্ব সেরেছিলেন ক্যাটরিনা। বছর ঘুরেই তড়িঘড়ি গাঁটছড়া বাঁধেন ক্যাটের প্রাক্তন রণবীর কাপুর ও আলিয়া ভাট। অন্যদিকে করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার জুটি সিদ্ধার্থ ও আলিয়া একটা সময় প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন। ২০১৭ নাগাদ ভেঙে যায় সেই সম্পর্ক। আলিয়ার বিয়ের এক বছর যেতে না যেতেই বিয়ের পর্ব মিটিয়ে ফেললে সিদ্ধার্থও। কিয়ারা আডবানির সঙ্গে প্রায় চার বছর চুটিয়ে প্রেম করবার পর সাত পাক ঘুরলেন অভিনেতা।

মঙ্গলবার রাতে বিয়ের ছবি শেয়ার করে সিদ্ধার্থ লেখেন, ‘আমাদের সারাজীবনের পারমানেন্ট বুকিং হয়ে গেল। এই নতুন যাত্রাপথে আপনাদের সবার ভালোবাসা ও আর্শীবাদ চাই’।

জানা গিয়েছে সিদ্ধার্থের শহর দিল্লিতে অনুষ্ঠিত হবে সিড-কিয়ারার বিয়ের প্রথম রিসেপশন। পরে মুম্বইতেও বসবে নবদম্পতির বিয়ের সেলিব্রেশনের আসর। সেখানে হাজির থাকবেন ইন্ডাস্ট্রির বন্ধুরা। 

আরও পড়ুুন-‘সারা জীবনের পারমানেন্ট বুকিং..’, কিয়ারার গালে আলতো চুমু সিডের, দেখুন বিয়ের ছবি

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন