‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার হাত ধরে বলিউডে এন্ট্রি হয়েছিল আমিশা প্যাটেলের। দুর্দান্ত অভিনয় করে রাতারাতি খ্যাতির শিরোনামে পৌঁছে গিয়েছিলেন তিনি। এরপর ‘গদর’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন সমালোচকদের কাছ থেকে। তবে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার ইচ্ছা ছিল আমিশার, যা তাঁর নিজের অজান্তেই ভেঙে চুরমার হয়ে যায়।
সম্প্রতি বলিউড বাবলসের সঙ্গে আড্ডা চলাকালীন আমিশা তাঁর জীবনের সবথেকে খারাপ অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করেন। শুধুমাত্র একটা ভুলের জন্য কীভাবে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার সুযোগ হাতছাড়া হয়ে যায় তাঁর, সেই গল্প শোনান আমিশা প্যাটেল।
আরও পড়ুন: ১১ বছর পর ‘ম্যায় হু না ২’ বানাতে ইচ্ছুক ফারহা খান, শাহরুখ থাকছেন নাকি বাদ যাবেন?
আরও পড়ুন: আমির পুত্রের ছবি ‘লাভিয়াপা’ স্ক্রিনিংয়ে তিন খানে রিইউনিয়ন! উচ্ছ্বসিত ভক্তরা
আমিশা বলেন, ‘চলতে চলতে’ সিনেমার জন্য যে আমাকে সিলেক্ট করা হয়েছিল, সেটা আমি জানতামই না। আমার সেক্রেটারি আমাকে এই বিষয়ে কোনও কথা বলেননি, স্বাভাবিকভাবেই এই সিনেমার ব্যাপারে আমি কিছুই জানতাম না। কিন্তু হঠাৎ করেই শাহরুখের সঙ্গে দেখা হয় সম্পূর্ণ ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়।
আমিশা বলে চলেন, চলতে চলতে এবং হামরাজের শ্যুটিং চলছিল তখন একই স্টুডিওয়ে। একদিন হঠাৎ করেই শাহরুখের সঙ্গে দেখা হয়ে যায়। শাহরুখ আমায় বলেন, সিনেমায় আমাকে নেওয়ার কথা ছিল কিন্তু আমি না বলে দেওয়ার কারণে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়। শাহরুখের মুখে এই কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই।
অভিনেত্রী বলেন, শাহরুখকে আমি তখন বলি, আপনার সঙ্গে কাজ করার স্বপ্ন আমার চিরকাল। আমি কেন প্রত্যাখ্যান করব? শাহরুখ তখন আমাকে বলেন আমার সেক্রেটারি সঙ্গে নাকি কথা বলা হয়েছিল কিন্তু তিনি বলেন আমার কাছে ডেট ফাঁকা নেই। পরবর্তীকালে তাই রানী মুখোপাধ্যায়কে নেওয়া হয় সিনেমায়।
আরও পড়ুন: সইফকে ছুরি মারার অভিযোগে গ্রেফতার বাংলাদেশীকে সনাক্ত করতে কারাগারে জেহর আয়া
আরও পড়ুন: বক্স অফিসে দেশপ্রেমই বাঁচাল অক্ষয়কে, বুধেও টিকে স্কাই ফোর্স! শাহিদের দেবা-র আয় বেশি না কম
অভিনেত্রীর কথায়, আমি পরবর্তীকালে জানতে পারি আজিজ মির্জা আমার সেক্রেটারি সঙ্গে কথা বলেছিলেন কিন্তু আমার সেক্রেটারি না বলে দেন। আমার সেক্রেটারি শুধুমাত্র একটা ভুলের জন্য এই সুযোগ আমার হাতছাড়া হয়ে যায়। জুহি চাওলাও আমাকে সিনেমায় নিতে চেয়েছিলেন, কিন্তু সামান্য ভুল বোঝাবুঝির কারণে সবকিছু শেষ হয়ে যায়।
প্রসঙ্গত, এই ঘটনার পর সেই সেক্রেটারিকে কাজ থেকে বহিষ্কার করেন আমিশা। পরবর্তীকালে এমন অনেক ঘটনা অভিনেত্রীর সামনে উঠে আসে, যা তিনি আগে জানতেন না। রানী মুখোপাধ্যায়ের জায়গায় আমিশা প্যাটেল অভিনয় করলে হয়তো তাঁর কেরিয়ার আরও কিছুটা উন্নত হত।