৯০ দশকের ছেলেমেয়েদের কাছে একটি আইকনিক সিনেমা ছিল কহো না পেয়ার হ্যায়। এই সিনেমার হাত ধরেই কার্যত জনপ্রিয় হয়েছিলেন হৃতিক রোশন এবং আমিশা প্যাটেল। নবাগত দুই তরুণ তরুণীর জুটি রীতিমতো নজর কেটেছিল দর্শকদের। এবার ফের আরও একবার ২৫ বছর পর বড় পর্দায় মুক্তি পেল কহো না পেয়ার হ্যায়।
সিনেমার পুনঃপ্রকাশের প্রসঙ্গে কথা বলতে গিয়ে পুরনো কিছু স্মৃতি রোমন্থন করলেন অভিনেত্রী আমিশা পাটেল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমাদের অনস্ক্রিন রসায়ন ভীষণ ভালো লেগেছিল দর্শকদের। আমার আজও মনে আছে, তখন ফ্যাশনে ইন ছিল এই সিনেমার বিভিন্ন চরিত্রের পোশাক।’
আমিশা বলেন, ‘সেই সময় কোনও সোশ্যাল মিডিয়া ছিল না যে মানুষ রিল তৈরি করবে। তবে কহো না পেয়ার হ্যায় মুক্তির পর আমি এবং হৃতিক যেখানেই গিয়েছিলাম, মানুষ আমাদের অনুসরণ করেছিল। সিনেমায় আমাদের পোশাক দেখে মানুষ রীতিমতো অনুকরণ করত সেগুলি।’
আরও পড়ুন: জিম করতে গিয়ে চোট ‘শ্রীবল্লি’ রশ্মিকার! বন্ধ হল সলমনের সিকান্দরের শ্যুটিং
আরও পড়ুন: বলিউডের নামী ভিলেন এখন দেশের ৩য় বৃহত্তম বিয়ার ব্র্যান্ডের মালিক, হার মানেন বিজয় মালিয়াও!
অভিনেত্রী বলেন, ‘আমরা দেখতাম মেয়েরা সোনিয়ার মতো গোলাপি স্কাট এবং সাদা টপ পরে থাকত। ছেলেরা হৃতিকের মতো কালো গেঞ্জি পরত। গানগুলিও ভীষণ জনপ্রিয় হয়েছিল মানুষের মধ্যে। আমাদের রীতিমত স্টক করত ভক্তরা। তবে এত কিছুর মধ্যেও কিছু ঘটনায় এমন ঘটেছিল, যেগুলি ভাবলে এখনও ভয় লাগে।’
আমিশা বলেন, ‘আমি এবং হৃতিক দুজনেই বহু প্রেমের প্রস্তাব পেয়েছিলাম। বিয়ের প্রস্তাবও পেয়েছিলাম। অনেকে আমাদের ছবি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছিল। রক্তে লেখা চিঠিও পেয়েছিলাম আমি। একটা সময় ভয়ও পেয়ে গিয়েছিলাম এসব দেখে। তখন তারকাদের দেহরক্ষী রাখার চলছিল না। এসব অনেক পরে এসেছে। তবে তখন একা একা কোথাও যেতাম না। যখন যেখানে যেতাম গোটা ইউনিট সঙ্গে যেত।’
স্মৃতি রোমন্থন করে আমিশা বলেন, ‘একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়। একা একা কোথাও যেতে পারতাম না। মানুষ একবার আমাদের স্পর্শ করার জন্য পাগল হয়ে গিয়েছিল। আমাদের ভগবানের আসনে বসিয়ে দিয়েছিল দর্শকরা। এটা একদিকে যেমন ভালোলাগার মুহূর্ত তৈরি করে তেমন একদিকে ভয়ের পরিবেশও তৈরি করে।’
আরও পড়ুন: 'রহমান একদমই মিশুক নয়, কাছে ঘেঁষতে দেয় না', অভিজিৎ-এর পর সুরকারকে নিয়ে বেফাঁস সোনু
আরও পড়ুন: ‘এরকম লোকাল ভিলেন চলবে না…’! করণ জোহরকে নিজের সিনেমায় সুযোগ দেওয়া নিয়ে বিস্ফোরক কঙ্গনা
কহো না পেয়ার হ্যায় সিনেমার রি রিলিজ তিনি বলেন, 'যখন ২৫ বছর আগে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল তখন আমার দু' বারের বেশি দেখা হয়নি। তখন আমি অনেকগুলি প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম। তবে এখন সবার সঙ্গে বসে এই সিনেমাটি আবার দেখার ইচ্ছা আছে।'