এবারে দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি সেই কথা টুইট করে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপরই এদিন মিঠুনের একটি পুরোনো অদেখা ভিডিয়ো পোস্ট করে ফাটাকেষ্টর নম্রতার ঝলক দেখালেন অমিত মালব্য। বোঝালেন কেন মিঠুন এই পুরস্কারের যোগ্য।
আরও পড়ুন: হার্দিক অতীত, দিশা পাটানির বিশেষ বন্ধুর সঙ্গে গোয়ায় জলকেলি নাতাশার! ব্যাপারটা কী?
কী ঘটেছে?
এদিন বিজেপির আইটি সেলের কনভেয়র অমিত মালব্য মিঠুন চক্রবর্তীর একটি পুরোনো ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োটি ১৯৮৭ সালে ভ্যাঙ্কুভারে করা একটি সাক্ষাৎকারে ভিডিয়ো। এই ভিডিয়ো পোস্ট এদিন তিনি মিঠুনের নম্রতার ঝলক দেখিয়ে লেখেন, 'ভ্যাঙ্কুভারে করা ১৯৮৭ সালের মিঠুন দার এই সাক্ষাৎকারটি নম্রতায় ভরা। আর তাও কখন তাঁর কেরিয়ারের একেবারে শীর্ষে বসে যখন তিনি। আর্সটার জন্যই তিনি আজ যে সুপারস্টার সেটা হতে পেরেছেন। তাঁর এই দুর্দান্ত সিনেমাটিক সফরের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার একেবারেই যথাযথ। নম্র ভদ্র হয়েও যে মানুষটা বিশ্বের দরবারে জনপ্রিয় এটা তাঁর জন্য যোগ্য পুরস্কার।'
ভিডিয়োতে কী নিয়ে কথা বলেছেন মিঠুন? এখানে তাঁকে বলতে শোনা যায় যা হয় সবটাই ভাগ্যের জন্য। তাঁর খ্যাতি, তিনি যে গল্প, যে কাজ পাচ্ছেন, তাঁর মধ্যে যে গুণ আছে সবটাই ভাগ্যের জোরে। ভাগ্য যতদিন তাঁর সঙ্গ দেবে ততদিন তিনি খ্যাতির শীর্ষে থাকবেন। আর ভাগ্য কতদিন সঙ্গ দেবে? সেই বিষয়ে তিনি জানান সেটা ঈশ্বরের হাতে। তাহলে এখানেই প্রশ্ন ওঠে, তবে কি সেই ভাগ্যের জোরেই আজ তিনি মহাগুরু? একই বছরে পেলেন পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে? উত্তরটা তো মিঠুন চক্রবর্তী নিজেই দিতে পারবেন।
দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে কী জানিয়েছেন মিঠুন?
মিঠুন চক্রবর্তী এদিন দাদাসাহেব ফালকে পাচ্ছেন সেই কথা শুনে তিনি ANI কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। তাঁর হাসা উচিত না কাঁদা তিনি বুঝতে পারছেন না। টলিউডের একাধিক অভিনেতা যেমন দেব, রুদ্রনীল ঘোষ , পরমব্রত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রমুখ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।