'ইন্ডিয়ান আইডল'-এর প্রতিযোগী গায়ক হিসাবেই তাঁর প্রথম কেরিয়ার পা রাখা। পরে 'দিল মিল গ্যায়ে', 'কসম' সহ বহু টিভি সিরিয়ালে অভিনয় করে অভিনেতা হিসাবে পরিচিতি তৈরি করেন অমিত ট্যান্ডন। ২০১৭ সালে স্ত্রী রুবি ট্যান্ডনের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ, গতবছর (২০২৩) ফের সেই পুরনো সম্পর্ককেই নতুন করে শুরু করেন অমিত। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অমিত ট্যান্ডন।
সাক্ষাৎকারে অমিত ট্যান্ডন স্মৃতির পাতা থেকে পুরনো কথা ভাগ করে নিয়ে বলেন, রুবি তাঁর সঙ্গে দেখা করতে তাঁরই শোয়ের সেটে হাজির হয়েছিলেন। এরপর সেই রুবিকেই তিনি প্রেম নিবেদন করেন। পরবর্তী সময়ে তাঁদের বিয়ে হয়। যদিও বিয়ের বেশ কয়েক বছর পর রুবির সঙ্গে সম্পর্কে তিক্ততা তৈরি হয় বলে জানান অমিত। আফসোস করে অমিত বলেন, ‘যদি আমার সঙ্গে আমার পরিবার থাকত, তাহলে হয়ত পরিস্থিতি অন্যরকম হত।’
অমিত ট্যান্ডনের কথায়, ‘আমি একজন মাথা গরম করে ফেলা মানুষ। আমার মেষ রাশি, আর রুবি বৃশ্চিক রাশির, ওরও মাথা গরম হয়ে যায়। তাই যখন আমরা ঝগড় করতাম, তখন এমন কোনও ছিল না যে আমাদের শান্ত হতে বলবে। আমরা যদি আমাদের পরিবারের সঙ্গে থাকতাম, তাহলে হয়ত পরিবারের লোকজন আমাদের শান্ত হতে বলত। যাইহোক, সেটা ঘটেনি। আর আমাদের সম্পর্কের ফাটল ধরে।’
আরও পড়ুন-'লোকে দেখবে আর জ্বলবে…', অভিষেকের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন! আগুনে ঘি ঢাললেন নিমরত
তিনি কি কখনও স্ত্রী রুবির সঙ্গে প্রতারণা করেছেন?
এই প্রশ্নে অমিত ট্য়ান্ডনের অকপট স্বীকারোক্তি, ‘হ্যাঁ, আমি এটাও করেছি। আমি বলতে চাইছি, কিছু ক্ষেত্রে আমি নিজের আবেগকে সামলাতেও পারিনি। আমি হয়ত আরও ভালো কিছু পেতে চেয়েছিলাম। আর একবার নয়, একাধিকবার আমি প্রতারণা করেছি। বহুদিন সেকথা রুবি জানতেও পারেনি। তবে যখন ঘটনাচক্রে ও সবটা জেনে গিয়েছিল, তখন ও ভেঙে পড়েছিল। কারণ, একটা মেয়ে নিজের পুরো পরিবারকে ছেড়ে আমার সঙ্গে থাকতে এসেছিল। কখনও এমন চিড় ধরে যেটাকে মেরামত করা যায় না। তখন সম্পর্ক ভেঙেই যায়।'
অমিত ট্যন্ডনের কথায়, ‘অন্যান্য দম্পতির মতোই তাঁরাও সম্পর্ক জোড়া লাগানোর জন্য সন্তান নেওয়ার পরিকল্পনা করে ফেলেন। তবে তাতেও লাভ কিছু হয়নি।’অমিতের কথায়, ‘অনেকেই ভাবেন, হয়ত সন্তান এলে সব ঠিক হয়ে যাবে, তবে এটা একটা ভুল ধারণা।’
প্রসঙ্গত, অমিত-রুবি ট্যান্ডন ২০০৭ সালে বিয়ে করেন, ২০১৭ সালে তাঁদের বিবাহ-বিচ্ছেদ হয়। এরপর ২০২৩-ফের সমস্যা মিটিয়ে নিয়ে একে অপরকে বিয়ে করেন অমিত-রুবি।