অমিতাভ বচ্চন, নিঃসন্দেহে যাকে বলিউডের অন্যতম ‘পিলার’ বলা যায়। আজ ১১ অক্টোবর ৮২ তম জন্মদিন পালন করছেন বিগ বি। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বহুবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও বারবার জিতে ফিরে এসেছেন তিনি। আজ মিস্টার বচ্চনের জন্মদিনে জানুন কোন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করে ১১টি হিট সিনেমা উপহার দিয়েছিলেন অমিতাভ।
দীর্ঘ অভিনয় কেরিয়ারে বহু অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। এখনও নব প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে চুটিয়ে কাজ করছেন তিনি। অমিতাভ যে অভিনেত্রীদের সঙ্গে পর্দা শেয়ার করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য রেখা, জয়া, পারভিন ববি, হেমা মালিনী।
(আরও পড়ুন: সৃজিতের ‘ব্যর্থতায়’ খারাপ হয়েছে টেক্কা, দাবি রাণা সরকারের! দেবকে ‘তেল’ মারলেন?)
রেখার বিপরীতে অমিতাভ ১১ টি সিনেমায় অভিনয় করেছিলেন, যদিও কিছু সিনেমায় ভয়েস ওভার আর্টিস্ট হিসেবেও কাজ করেছিলেন রেখা। হেমা মালিনীর সঙ্গে ১৬টি সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ। এছাড়াও জয়া বচ্চনের সঙ্গেও বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছিলেন বিগ বি।
শুধু অভিনেত্রী কেন, শাহরুখ খানের সঙ্গেও বহু সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ। এক সময় শশী কাপুরের সঙ্গে পরপর ১২টি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে এই সমস্ত সিনেমার মধ্যে সব কটি হিট সিনেমা ছিল না, কিছু সিনেমা ফ্লপও ছিল।
(আরও পড়ুন: ‘ওঁরা বলছে পোস্টটা রিমুভ করে দিন…’! ফুচকাওয়ালা হেনস্থা, সিংহী পার্ক থেকে আসল ফোন, কত টাকা ক্ষতিপূরণ পেয়েছে বৃদ্ধ?)
যে অভিনেত্রীর সঙ্গে অভিনয় করে সব থেকে বেশি হিট সিনেমা বিগ বি উপহার দিয়েছিলেন, তিনি হলেন রাখি গুলজার। একসময় দুজনে পরপর ১৩টি সিনেমায় অভিনয় করেছিলেন যার মধ্যে রয়েছে ‘কাভি কাভি’, ‘শক্তি’, ‘মুকাদ্দার কা সিকান্দার’, ‘ত্রিশূল’, ‘বরসত কি এক রাত’, ‘এক রিস্তা: দা বন্ড অফ লাভ’-সহ আরও বেশ কিছু সিনেমা।
১৩টি সিনেমার মধ্যে যে দুটি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়েছিল সে দুটি হল ‘রেশমা অর শেরা’ এবং ‘শান’। বাকি ১১টি সিনেমায় অসাধারণ পারফর্ম করেছিল বক্স অফিসে। তাই রেখা বা জয়া নয়, অমিতাভের বিপরীতে অভিনয় করে সবথেকে হিট সিনেমা উপহার দিয়েছিলেন যিনি, তিনি হলেন রাখি গুলজার।