বলিউডে জলদি ফিরছে শাহরুখ-অমিতাভ জুটি, কোন সিনেমায় একসঙ্গে আসছেন দুই ‘ডন’?
1 মিনিটে পড়ুন . Updated: 21 Jun 2022, 08:40 AM ISTবলিউডের দুই ‘ডন’কে এবার দেখা যেতে পারে একসঙ্গে। শোনা যাচ্ছে ‘ডন ৩’-এ স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান আর অমিতাভ বচ্চন।
বলিউডের দুই ‘ডন’কে এবার দেখা যেতে পারে একসঙ্গে। শোনা যাচ্ছে ‘ডন ৩’-এ স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান আর অমিতাভ বচ্চন।
বড় পরদায় একসঙ্গে অমিতাভ বচ্চন আর শাহরুখ খান! সত্যি? নিজের কানকেই যেমন বিশ্বাস করতে পারছেন না অনেকে। তবে এবার সে সম্ভাবনাই তৈরি হয়েছে। খুব জলদি বলিউডের এই দুই সুপারস্টারের দেখা মিলবে একইসাথে। নিশ্চিত খবর না মিললেও, বলিপাড়ার অন্দরের লোকজন সেটাই বলাবলি করছে।
কোন সিনেমায়? আসছে ‘ডন ৩’। শোনা যাচ্ছে নতুন ‘ডন’-এ একসঙ্গে o পুরনো দুই ডন আমিতাভ বচ্চন আর শাহরুখ খান। এই জল্পনা আরও বাড়ে যখন অমিচাভ টুইটারে একটা ছবি দেন ডন দেখতে হলের বাইরে লোকের জমানো ভিড়ের, যা মুক্তি পেয়েছিল ১৯৭৮ সালে। আরও পড়ুন: ঋষি কাপুরের ছবির গানে খুব নাচলেন অনিল-নীতু! যুগযুগ জিও-র প্রোমোশনের ভিডিও ভাইরাল
শোনা যাচ্ছে ‘ডন ৩’-এর স্ক্রিপ্ট লেখার কাজ চলছে জোরকদমে। এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজনা সংস্থা ‘ডন’-এর তৃতীয় সিক্যুয়েল নিয়ে আসার কথা ভাবছে খুব জলদি। আপাতত শাহরুখ আঈর অমিতাভকে একসঙ্গে নিয়ে আসার চেষ্টার খবর থাকলেও, রণবীর সিং-এর নামও রয়েছে তালিকায়। নতুন ডন হিসেবে।
২০১৯-এ শোনা গিয়েছিল ‘ডন ৩’ থেকে সরে দাঁড়াতে চান শাহরুখ, বদলে রাকেশ শর্মার বায়োপিকে কাজ করতে ইচ্ছুক বাদশা। তবে সেই স্পেস অ্যাডভেঞ্চার ছবিখানা নিয়ে আর কোনও কথাই এগোয়নি। তাই শাহরুখের ‘ডন ৩’-এ অভিনয়ের বেশ জোড়ালো একটা সম্ভাবনা আছে।