অমিতাভ বচ্চন তাঁর ভক্তদের জলসায় আসতে বারণ করলেন। ভক্তদের বলে দিলেন এই রবিবার তিনি তাঁদের দেখা করতে পারবেন না। তাঁর কিছু ব্যক্তিগত কাজ আছে। তাই তিনি কারও সঙ্গে এদিন দেখা করতে পারবেন না।
প্রতি রবিবার এই বর্ষীয়ান অভিনেতা তাঁর ভক্তদের সঙ্গে তাঁর মুম্বইয়ের বাড়ি জলসায় দেখা করেন। ভক্তরা এদিন তাঁর বাড়ির সামনে জড়ো হন। অভিনেতা এসে তাঁদের সঙ্গে দেখা করেন।
অমিতাভ এদিন তাঁর ব্লগ পোস্টে বলেন, 'জলসায় কাল যাচ্ছি না। এদিন একটা কাজ আছে। রবিবার একটি কাজ আছে। তবুও আমি চেষ্টা করব ৫.৪৫ -এর মধ্যে বাড়িতে ফিরে আসার। কিন্তু দেরি হতে পারে। এমনকি দেখা নাও হতে পারে। তাই আগে থেকে বলে দিলাম আজ আসবেন না।'
অমিতাভ বচ্চন বর্তমানে তাঁর কোর্টরুম ড্রামা থ্রিলার সেকশন ৮৪ আইপিসির শ্যুটিংয়ে ব্যস্ত আছেন এখন। তিনি এই ছবির বিষয়ে জানিয়েছেন যে এটির শ্যুটিং করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়ছেন। এই ছবির শ্যুটিং প্রসেসে তিনি ক্লান্ত হয়ে যাচ্ছেন বলেও জানান।
তিনি তাঁর পোস্টে লেখেন, 'সেকশন ৮৪ আইপিসির শ্যুটিং করতে গিয়ে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি। এই ছবির চরিত্রটা আমার রীতিমত পরীক্ষা নিচ্ছে যেন। এই ছবির শ্যুটিং শেষ হওয়ার পরও যেন শেষ হয় না। মনে মাথায় থেকে যায়। এটা যেন একটি মিষ্টি বিরক্তির ব্যাপার।'
তবে মাঝে কদিন অমিতাভ তাঁর সমস্ত কাজ বন্ধ করে দিয়েছিলেন। প্রজেক্ট কের শ্যুটিং করতে গিয়ে তিনি গুরুতর আঘাত পান। সেই কারণে সমস্ত কাজ বন্ধ করে দেন তিনি। রিভু দাশগুপ্তর সেকশন ৮৪ আইপিসির শ্যুটিং তিনি সদ্য আবার শুরু করেছেন।