অমিতাভের রসবোধ হল সোনি টিভির কৌন বনেগা ক্রড়োরপতি শো-র অন্যতম আকর্ষণ। যা ধরা পড়ল এই কুইজ রিয়েলিটি শো-র নতুন প্রোমোতেও। কৌন বনেগা ক্রোড়পতি ১৬-এর সাম্প্রতিক পর্বে প্রতিযোগী সাক্ষী পানওয়ারের সঙ্গে বেশ মস্তি মুডে পাওয়া গেল আশিতিপর বিগ বি-কে। শুধু তাই নয়, চা-ডেটের প্রস্তাবও দিয়ে দিলেন শহেনশাহ।
চা ডেটের প্রস্তাব:
এপিসোডের প্রোমোতে সাক্ষীকে বলতে শোনা যায়, ‘স্যার আমি কি আপনাকে কিছু বলতে পারি?’। উত্তরে সঞ্চালক বলেন, ‘হ্যাঁ প্লিজ’। তাতে ওই মহিলা প্রতিযোগী বলেন, ‘স্যার আপ বহত হ্যান্ডসাম লাগ রহে হো। মেরি নজর হি নেহি হাত রহি হ্যায় আপ সে। মেকআপ কি জরুরত হি নেহি হ্যায় আপকো। কেয়া খুশবু আ রহি থি আপসে (স্যার আপনাকে খুব হ্যান্ডসাম লাগছে। আমি আপনার দিক থেকে চোখ সরাতে পারছি না। আপনার তো কোনো মেকআপেরও দরকার নেই। আর কী সুন্দর গন্ধ আসছে)।’
অমিতাভ-সহ সেটে উপস্থিত সকলেই হেসে ফেলেন সাক্ষীর এমন কথায়। আর এমন প্রশংসার জবাবে অমিতাভ বলেন, ‘খেল ওয়েল কো মারিয়ে গোলি চালিয়ে হাম অউর আপ চায় পিতে হ্যায়, জারা ঘুম গম কে আতে হ্যায়। (আর এসব খেলার দরকার নেই। চলুন আমি আর আপনি ঘুরতে যাই, আর চা খেয়ে আসি।)’
কেবিসি ১৬ সম্পর্কে
কেবিসি ১৬ হ'ল হু ওয়ান্টস টু বি এ মিলিয়নেয়ার ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল হিন্দি সংস্করণ। শাহরুখ খান তৃতীয় মরসুমের জন্য এর সঞ্চালনা করলেও, অমিতাভ বাদবাকি সব মরশুমে বসেছেন হট সিটে। সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে কেবিসি ১৬।
অমিতাভ বচ্চনের আসন্ন প্রজেক্ট
অমিতাভ, সম্প্রতি নাগ অশ্বিনের ডিস্টোপিয়ান অ্যাকশন-থ্রিলার কল্কি ২৮৯৮ এডি-তে হাজির হয়েছিলেন। এটির সিক্যুয়েল আসার কথা ২০২৫-এ। সায়েন্স-ফিকশন অ্যাকশন-থ্রিলারটির হিন্দি সংস্করণটি বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এবং তেলুগু সংস্করণটি প্রাইম ভিডিওতে রয়েছে। কাজ করার কথা রয়েছে দীপিকা পাড়ুকোনের সঙ্গে দ্য ইন্টার্ন সিনেমাতেও।