শিল্প বা ক্রীড়া জগতে অবসর নেওয়ার কোনও সঠিক বয়স না থাকলেও নিজেদের কর্মদক্ষতা অনুযায়ী অবসর ঘোষণা করেন তাঁরা। কেউ ৪০, কেউ ৫০ আবার কেউ ৮০ বছর বয়সে অবসর ঘোষণা করেন। গত মঙ্গলবার বলিউডের অন্যতম মেগাস্টার অমিতাভ বচ্চনকে অবসর নেওয়ার পরিকল্পনা নিতে শোনা যায়।
দীর্ঘ ২৫ বছর একটানা তিনি সঞ্চালনা করেছেন কৌন বানেগা ক্রোড়পতি। বলা ভালো, অমিতাভ বচ্চন ছাড়া এই অনুষ্ঠানের কথা কল্পনাও করতে পারেন না কেউ। তবে বয়সের ভারে তিনি এবার শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আগেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু নির্মাতাদের অনুরোধে ১৮ তম সিজনেও দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার আর নয়। এবার পালা অবসরের।
আরও পড়ুন: ভুল নামে ডাকতেই আমিরের ওপর ক্ষেপে লাল রণবীর, সামাল দিতে মাঠে নামলেন কারা?
আরও পড়ুন: আদরের ‘টাইম পাস’ মন্তব্যের কড়া জবাব তারার! কী করলেন নায়িকা?
তবে কৌন বানেগা ক্রোড়পতি শুধু নয়, অভিনয় জগৎ থেকে অবসর নেওয়ার পরিকল্পনা নিয়েছেন অভিনেতা। সম্প্রতি একটি ব্লগে তিনি জানিয়েছিলেন, বয়স হচ্ছে। আগের মতো সংলাপ মনে রাখতে পারেন না তিনি। অনেক কিছুই ভুলে যান। একটানা কাজ করতেও কষ্ট হয়।
অমিতাভের এই কথা শুনে স্পষ্ট হয়ে যায় যে আর বেশিদিন তিনি কাজের সঙ্গে যুক্ত থাকতে চান না। এবার কিছুটা বিশ্রাম নিতে চান। অমিতাভের অবসর নেওয়ার এই জল্পনা কল্পনার মধ্যেই জানা গেল দ্বিতীয়বার অযোধ্যায় জমি কিনলেন তিনি। রাম মন্দির থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ৫৪ হাজার ৪৫৪ বর্গফুটের একটি জমি কিনেছেন তিনি।
আরও পড়ুন: শাহরুখ থেকে জুনিয়র এনটিআর, কোন তারকার কাছে কী কী ঘড়ি আছে? দামই বা কত?
আরও পড়ুন: ‘দর চাইলে লোক অসহিষ্ণু হয়ে পড়ে…’, অলক্ষ্যে ঋত্বিক মুক্তির আগে কী বলছেন শিলাজিৎ
তবে এই প্রথমবার নয়, গত জানুয়ারি মাসেও অযোধ্যায় জমি কিনেছিলেন অমিতাভ। খরচ করেছিলেন ৪ কোটি ৫৪ লক্ষ টাকা। পরপর দু'বার অযোধ্যায় জমি কেনার খবর ছড়িয়ে পড়তেই অনেকে মনে করছেন, তাহলে এবার মুম্বই নয়, বেশিরভাগ সময় হয়তো অযোধ্যাতেই কাটাতে চান তিনি।
অযোধ্যার স্থানীয় প্রশাসন সূত্র থেকে খবর পাওয়া গেছে, অমিতাভ যে জমিটি কিনেছেন সেটি কেনা হয়েছে অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চনের নামাঙ্কিত ট্রাস্টের নামে, যেটির সূচনা হয়েছিল ২০১৩ সালে। তবে এই জমিতে নির্মীয়মান বাড়ির নকশা সংক্রান্ত নথি চূড়ান্ত হলে তবেই বোঝা যাবে জমি নিয়ে কি পরিকল্পনা রয়েছে বিগ বি - এর।