বাংলা নিউজ > বায়োস্কোপ > করোনা মোকাবিলায় ২ কোটি টাকা আর্থিক সাহায্য অমিতাভের

করোনা মোকাবিলায় ২ কোটি টাকা আর্থিক সাহায্য অমিতাভের

অমিতাভ বচ্চন

সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অমিতাভ বচ্চন। 

করোনার দ্বিতীয় ঢেউতে কাবু গোটা দেশ। হু হু করে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে বলি তারকাদের অনেকেই এগিয়ে এসেছেন সাধারণ মানুষের পাশে থাকতে সাহায্যের জন্য। এবার দিল্লির ‘শ্রী গুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার সেন্টার’-এ ২ কোটি টাকা দান করলেন অভিনেতা অমিতাভ বচ্চন। টুইটে একথা জানিয়েছেন রাজধানীর শিখ গুরুদ্বার ব্যবস্থাপক সমিতির সভাপতি মনজিন্দর সিং। 

টুইটে শিখ গুরুদ্বার ব্যবস্থাপক সমিতির সভাপতি লেখেন, অমিতাভ বচ্চনের দানের টাকায় দিল্লির শ্রী গুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার সেন্টার বিদেশ থেকে অক্সিজেন সিলিন্ডার আসবে। পাশাপাশি আগের এর টুইটে তিনি জানিয়েছিলেন, ১০ মে থেকে ৩০০ শয্যা বিশিষ্ট এই সেন্টার চালু হতে চলেছে। এখানে করোনা রোগীর চিকিৎসা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে।

দিল্লির শেখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট তথা অকালি দলের জাতীয় মুখপাত্র মনজিন্দর আরও জানিয়েছেন, শিখদের এই ভূমিকায় অত্যন্ত গর্বিত অমিতাভ বচ্চন। অভিনেতার দু’কোটি টাকার অনুদান নিয়ে সোমবার থেকে কাজ শুরু করবেন তাঁরা।

তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ‘শিখেরা কিংবদন্তি। তাঁদের এই সেবামূলক কাজকে কুর্নিশ জানাই'। আরো জানা গেছে, ৩০০ শয্যা ছাড়াও এই সেন্টারে অক্সিজেন কনডেন্টার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স থাকবে।

নিজের টুইটার হ্যান্ডেলে রবিবার অমিতাভ একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে গোটা বিশ্বকে ভারতের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘ভারত এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে। সেই লড়াই অনেকটাই সহজ হবে যদি বিশ্বের নানা প্রান্ত থেকে জরুরি ওষুধপত্র ভারতে এসে পৌঁছোয়'। তাঁর মতে, সঠিক চিকিৎসা এবং ওষুধের জোগান থাকলে এই যুদ্ধেও জিতবে ভারত।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

প্রিয় বন্ধুকে শেষ বিদায়, রতন টাটার মরদেহবাহী গাড়ির সামনে বাইকে শান্তনু সৃজিতের ‘ব্যর্থতায়’ খারাপ হয়েছে টেক্কা, দাবি রাণা সরকারের! দেবকে ‘তেল’ মারলেন? ফ্রেশারদের জন্য সুখবর, ক্যম্পাসিং শুরু করল TCS, প্রথম ৬ মাসে নিয়োগ ১১০০০ জনকে বেছে নেওয়া হল রতনের উত্তরসূরী, টাটা ট্রাস্টের মাথায় বসলেন কে? ১৪৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনও দল এমন ভাবে হারল! লজ্জার নজির গড়ল পাকিস্তান ‘সারা পৃথিবী ওঁর অভাবটা বুঝবে’, রতন টাটাকে নিয়ে সহজ ভাষায় বলেই দিলেন বিল গেটস কলকাতায় আসছেন IMA সভাপতি, আজই কড়া সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন চিকিৎসকরা পুতিনের সঙ্গে গোপনে কথা ট্রাম্পের, পাঠিয়েছেন উপহার, বিস্ফোরক দাবি সাংবাদিকের ‘ওঁরা বলছে পোস্টটা রিমুভ করে দিন…’! ফুচকাওয়ালা হেনস্থা, সিংহী পার্ক থেকে আসল ফোন 'পশ্চিমবঙ্গে বাংলাদেশের রোগ!', পুজোয় মাইক বাজালে মূর্তি ভাঙচুরের হুমকি ফালাকাটায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.