ছেলের পাশে যে অমিতাভ সবসময় থাকেন, অভিষেক ভালো কাজ করলে সবার আগে যে তাঁর বাবাই তাঁর পিঠ চাপড়ে দেন সে কথা সকলেই জানেন। এবার আরও একবার ছেলে, অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ হলেন অমিতাভ। তিনি তাঁর একটি নতুন ব্লগে জানান যে তিনি সদ্যই ‘ঘুমর’ ছবিটি দেখেছেন। তাও একবার নয়, দু'বার। বিগ বি জানান এই স্পোর্টস ড্রামা দেখে তিনি কেঁদে ফেলেছিলেন।
অমিতাভ তাঁর ব্লগে এই ছবিকে ‘অনন্য’ তকমা দিয়ে লেখেন, 'রবিবার দুপুর এবং রাতে পর পর দুবার ঘুমর ছবিটি দেখলাম। আর কেমন লেগেছে সেটা আমি সত্যিই ভাষায় প্রকাশ করতে পারব না। এক কথায় বলতে গেলে অনন্য। প্রথম দৃশ্য থেকে চোখে জল চলে এসেছিল। অনেকেই এখানে এমন কিছু দেখবেন যা আবেদনময় এবং বড়ই সুন্দর।'
এই বর্ষীয়ান অভিনেতা তাঁর পোস্টে ছবির পরিচালক আর বাল্কির প্রশংসা করেন। লেখেন, 'এই ছবির সমস্ত অনুভূতি জড়িত ক্রিকেট খেলা, এবং একটি মেয়ে আর তাঁর স্বপ্নের সঙ্গে। তবে শেষ পর্যন্ত খেলাটাই সব থাকে না, পরিবারের এফেক্ট, মায়ের প্রভাব, নিখাদ মধ্যবিত্ত পরিবারের গল্প হয়ে ওঠে এটা। এই গল্পের মূল আকর্ষণ এটাকে সহজ সরল ভাবে বলার ধরন। যাঁরা জয়ী হন এবং হেরে যান যাঁরা তাঁদের যে জটিল ভাবনা, আমরা সকলেই কম বেশি যে যে জিনিসের মধ্যে দিয়ে গিয়েছিল জীবনে কখনও না কখনও সেগুলোকে তিনি এখানে একদম সহজ ভাবে তুলে ধরেছেন।'
আরও পড়ুন: অতীতের স্মৃতিতে ভাসলেন বিগ বি, অমিতাভের কোলের দুই শিশুকে চিনতে পারলেন
অমিতাভ তাঁর পোস্টে এই ছবির সংলাপেরও প্রশংসা করেন। তিনি সেটার একটা উদাহরণ দিয়ে লেখেন, 'একজন হেরে যাওয়া মানুষের অনুভূতি কেমন হয় আমি জানি। এবার একজন জয়ীর কেমন অনুভূতি হয় সেটার স্বাদ পেতে চাই। কী নিদারুণ সত্য অকপটে বলা হয়েছে!'
প্রসঙ্গত ‘ঘুমর’ ছবিতে সাইয়মি খের, শাবানা আজমি, অঙ্গদ বেদিকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। এখানে বিশেষ ভাবে সক্ষম এক ক্রিকেটারের গল্প তুলে ধরা হয়েছে যিনি নিজের সেরাটা তাঁর কোচের জন্য সবার কাছে তুলে ধরতে পেরেছিলেন সমস্ত প্রতিকূলতাকে জয় করে। আগামী ১৮ অগস্ট ছবিটি বক্স অফিসে মুক্তি পেতে চলেছে।