বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা মাত্র। কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন সুপারস্টার অমিতাভ বচ্চন। শুধুই অভিনয় জীবন নয় ৮২ বছর বয়সে এসেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। প্রায়শই তিনি অনুরাগী সঙ্গে সোশ্যাল মিডিয়ার হাত ধরে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেন। তবে সম্প্রতি অমিতাভের কিছু লেখা অনুরাগীদের চিন্তিত করে তুলেছে। বিগ বি শনিবার সন্ধ্যেয় নিজের এক্স-হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে লেখা ছিল, 'ইটস টাইম টু গো'।
আর শাহেনশার এই পোস্ট পড়ার পরই অমিতাভ অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। অনেকেই তাঁর কাছে এমন পোস্টের কারণ জানতে চাইছেন। কেউ আবার আবেগপ্রবণ হয়ে এধরনের কথা তাঁকে না বলার পরামর্শও দিয়েছেন। উঠে এসেছে বিভিন্ন মন্তব্য।
একজন এক্স ব্যবহারকারী অমিতাভ বচ্চনের পোস্টে মন্তব্য করেছেন, 'স্যার যাওয়ার সময় কোথায়?' আরেকজন লিখেছেন, 'এভাবে লিখবেন না স্যার', অন্য একজন লেখেন, 'স্যার জি, আপনি কী লিখছেন? এর মানে কী?, কারোর মন্তব্য, ‘এমনটা বলবেন না, আপনি একজন সুপারহিরো।’ যদিও অমিতাভ বচ্চনের এই পোস্টের অর্থ স্পষ্ট নয়, আর তাতেই এই পোস্ট তাঁর ভক্তদের উদ্বেগ বাড়িয়েছে।
আরও পড়ুন-বক্স অফিসে ২ দিন পার, কেমন আয় করছে আমির পুত্র জুনেদ ও খুশি কাপুরের ছবি 'লাভিয়াপ্পা'?
গত ৫ ফেব্রুয়ারি ছেলে অভিষেক বচ্চনের ৪৯তম জন্মদিনে এই আবেগঘন পোস্ট করেন অমিতাভ বচ্চন। তিনি নিজের ব্লগে একটি পুরানো সাদাকালো ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে জন্ম নেওয়া অভিষেকের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। এই ছবিতে তাঁর সঙ্গে কয়েকজন নার্সকেও দেখা যাচ্ছে। প্রসঙ্গত ব্যক্তিগত জীবনে ছেলে অভিষেকের ভীষণই কাছের মানুষ হলেন অমিতাভ।
বর্তমানে 'কৌন বনেগা ক্রোড়পতি' সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। এছাড়া শীঘ্রই তিনি 'কল্কি ২৮৯৮ এডি'র সিক্যুয়েলের শ্যুটিং শুরু করবেন। যেখানে তিনি অশ্বত্থামার চরিত্রে অভিনয় করছেন। দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'দ্য ইন্টার্ন'-এর ভারতীয় রিমেকেও দেখা যাবে তাঁকে।