কৌন বনেগা ক্রোড়পতি-র নতুন সিজনের সদ্য প্রচারিত হওয়া একটি এপিসোড মন কেড়ে নিয়েছে সকলের। প্রতিযোগী নরেশি মিনা-র জীবনযুদ্ধে চোখে জল এনে দেয় স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চনের।
রাজস্থানের স্বামী মাধোপুরের বাসিন্দা হলেন নরেশি। ২৭ বছরের জীবনে কম ওঠাপড়ার মুখে পড়তে হয়নি তাঁকে। এখানেই শেষ নয়, এক মারণ রোগে আক্রান্ত তিনি। তবে সেইসব ভুলে হাসিমুখে প্রতিদেনর লড়াই চালিয়ে যাচ্ছেন।
খেলার মাঝে অমিতাভ তাঁকে নিজের ও পরিবারের সম্পর্কে বলতে বললে নরেশি জানান, ‘স্যার আমার ২০১৮ সালে ব্রেন টিউমার ধরা পড়ে। ২০১৯ সালে আমি এর অপারেশনও করেছিলাম। তখন আমার মা-কে আমার চিকিৎসার জন্য নিজের গয়নাও বিক্রি করতে হয়েছিল। অস্ত্রোপচারের পরেও, ডাক্তাররা পুরো টিউমারটি অপসারণ করতে পারেনি। এটি এমন একটা জায়গায় রয়েছে, যা অপারেশন করা সম্ভব নয়। চিকিৎসকরা প্রোটন থেরাপির পরামর্শ দিয়েছে। তবে তা খুব ব্যয়বহুল। গোটা দেশে মাত্র ৩-৪টি হাসপাতালে হয়। চিকিৎসার জন্য ২৫-৩০ লাখ টাকা দরকার।’
নরেশি এরপর আরও জানান, ‘আমি এই প্ল্যাটফর্মে এসেছি যাতে আমি এই পরিমাণ অর্থ অন্তত জিতে পারি এবং সেটি নিজের চিকিৎসায় খরচ করতে পারি।’
এই কথা শুনে অমিতাভ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘নরেশিজি, আপনার চিকিৎসার জন্য আপনাকে যে প্রোটন থেরাপি করতে হবে, তার খরচ বহন করার আমি যথাসাধ্য চেষ্টা করব। আমি আপনাকে সাহায্য করতে চাই, আর এখন শো থেকে আপনি যে পরিমাণ জিতবেন তা আপনারই হবে। আপনার চিকিৎসার ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।’
এখানেই থেমে না থেকে অমিতাভ আরও বলেন, ‘একজন মহিলার সাহস থাকা দরকার, সবার সম্মুখে এসে এই কথা বলার। এত ধৈর্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি নিশ্তিত আপনি অনেক ধনরাশি জিতবেন। তবে আপনাকে আর নিজের চিকিৎসা নিয়ে চিন্তা করতে হবে না।’