রুপালি পর্দার অভিনেতা-অভিনেত্রীদের ঈশ্বরের আসনে বসিয়ে পুজো করার প্রচলন নতুন নয়। টলিউড হোক বা বলিউড, দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন অনেক উদাহরণ দেখতে পাওয়া গিয়েছে। এমনই একজন অন্ধ ভক্ত হলেন সঞ্জয় পাতোদিয়া।
কলকাতায় অমিতাভ বচ্চনের একটি ফ্যান ক্লাব রয়েছে যার নাম অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব। এই ক্লাবের সম্পাদক সঞ্জয় পাতোদিয়ার নেতৃত্বে অভিনেতার জন্মদিনে রীতিমতো ধূপ ধুনো দিয়ে পুজো করা হল অমিতাভ বচ্চনের।
আরও পড়ুন: রবিনা ট্যান্ডনের আমন্ত্রণ ঋতুপর্ণাকে, নতুন কিছু কী শুরু হতে চলেছে?
আরও পড়ুন: 'আমার প্রিয় মাথাব্যথা...', অভিনব কায়দায় যশকে জন্মদিনের শুভেচ্ছা নুসরতের
শুধু পুজো নয়, এই ফ্যান ক্লাবের নেতৃত্বে হনুমান চল্লিশার মতো ছাপানো হয়েছে অমিতাভ চল্লিশা, যার পাতায় পাতায় শুধুই বচ্চন বন্দনা। প্রতিবছর নিয়ম করে অমিতাভ চল্লিশা পাঠ করা হয় অভিনেতার জন্মদিনে। ক্লাবের সম্পাদক সঞ্জয় শুধুমাত্র অভিনেতার অন্ধভক্ত তা নয়, তিনি বচ্চন পরিবারের ঘনিষ্ঠ।
কলকাতা নিবাসী সঞ্জয় বহুবার স্বপ্নের মানুষকে দেখতে গিয়েছেন জলসায়। অমিতাভ বচ্চনের বাড়িতেই তাঁর অবাধ যাতায়াত। প্রিয় মানুষটির জন্মদিনে পুজোর থালায় চন্দন বাটা, কুচো ফুল, পঞ্চ প্রদীপ, চাল, ধূপ, হোমের টিকা সাজিয়ে পুজোর আয়োজন করা হয়।

পুজোর শেষে অভিনেতার মূর্তির সামনে দেওয়া হয় ভোগ প্রসাদের থালা। যেন ফ্যান ক্লাব নয়, কে যেন আস্ত একটি অমিতাভ মন্দির। তবে ভোট দিয়ে সামনে কেউ দাঁড়ায় না। দেবতাকে ভোগ উৎসর্গ করে যেমন সেখান থেকে সরে যেতে হয় ঠিক তেমনি অমিতাভ বচ্চনকে ভোগ উৎসর্গ করে সেখানে দাঁড়ান না কেউ।
আরও পড়ুন: 'একলা বসে থাকলেই মনে হয় বাবা...', অভিষেককে কেন মিস করেন না সাইনা?
আরও পড়ুন: ‘অনেকদিন পর’ প্রযোজনায় প্রসেনজিৎ, নতুন ছবিতে কোন গল্প বুনবেন সৌরভ?
অমিতাভ বচ্চনের ৮৩ তম জন্মদিনে প্রিয় মানুষটির নির্দেশ পালন করে ৮৩ জন গরিব বাচ্চার হাতে পড়াশুনা সরঞ্জাম তুলে দিয়েছে অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব। শুধু তাই নয়, কালীঘাট মন্দিরে গিয়ে অভিনেতার দীর্ঘ জীবন কামনা করে দেওয়া হয় পুজো।
তবে শুধু কলকাতা নয়, সারাদেশে এমন বহু মানুষ আছেন যারা অমিতাভ বচ্চনের জন্মদিনে ঘটা করে উৎসব পালন করেন। কেক কেটে, জন্মদিন পালন করেন অমিতাভের। বড় পর্দার এটাই হয়তো ম্যাজিক, একটা মানুষ এত দূরে থাকা সত্ত্বেও প্রত্যেকটা মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নেন অভিনয়ের মাধ্যমে।