কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন বর্তমানে ব্যস্ত রয়েছেন কেবিসি ১৪ নিয়ে। কেবিসি মানে এক অন্য অমিতাভ। বরাবরই দর্শকের খুব পছন্দ বিগ বি-র এই অবতার। ১১ অক্টবর তিনি পা রাখবেন ৮০ বছরে। আর তার আগে বার্থ ডে স্পেশ্যাল এপিসোড শ্যুট করা হয় কেবিসি-র সেটে। আর সেখান থেকেই এল বড় চমক। বিশেষ অতিথি হিসেবে এলেন পরিবারের এমন দুই সদস্য যাদের দেখে চোখের জল আটকাতে পারলেন না অভিনেতা।
কেবিসি নির্মাতাদের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে ডাকা হয়েছিল জয়া বচ্চন আর অভিষেক বচ্চনকে। সোনির পক্ষ থেকে একটি প্রোমোও শেয়ার করা হয়েছে। দেখা যায় স্টেজে দাঁড়িয়ে কিছু বলেছিলেন অমিতাভ। আর তখনই বেজে ওঠে শো শেষ করার হুটার। যা শুনে অমিতাভ নিজের মনেই বলে ওঠেন, ‘আজ তো জলদি শেষ হয়ে গেল খেলা’। এরপরই স্টেজে এন্ট্রি নেন অভিষেক ‘কভি কভি মেরে দিল মে খয়াল আতা হ্যায়’ বলতে বলতে। এরপর দেখা যায় বাবার দিকে দৌড়ে আসছেন জুনিয়ার বি আর জড়িয়ে ধরছেন। এরপর আর চোখের জল ধরে রাখা সম্ভব হয়নি অমিতাভের পক্ষে।
প্রোমো শেয়ার করে সোনির তরফ থেকে লেখা হল, ‘কেবসির মঞ্চে এল এমন এক মুহূর্ত যেখানে সবার চোখের জল মোছা অমিতাভের চোখও জলে ভরে উঠল।’ প্রোমোতে দেখা গেল জয়া বচ্চনকেও।
কিছুদিন আগেই আসলে সেটে বিগ বির ছেলে অভিষেককে দেখা গিয়েছিল। তবে তখনও ঠিক কেন তিনি এসেছেন তা কারও কাছেই স্পষ্ট ছিল না। তবে সমস্তটা বুঝিয়ে দিল প্রোমো। বলা ভালো, কেবিসির ইতিহাসে এই প্রথম বাবা-ছেলে-মা একসঙ্গে বসবেন হট সিটে।