একদিকে যখন ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদের চর্চা তুঙ্গে সেই সময়ই বিবাহিত যুগলদের বিশেষ বার্তা দিলেন অমিতাভ বচ্চন। কী বললেন বিগ বি?
আরও পড়ুন: 'জানি আমার আরও খারাপ হাল করবেন', মধ্যরাতে আরজি কর পৌঁছে চাঁচাছোলা ভাষায় মমতাকে আক্রমণ শ্রীলেখার
বিবাহিত যুগলদের কী বললেন অমিতাভ বচ্চন?
কৌন বনেগা ক্রোড়পতি শুরু হয়েছে। সেটারই একটি ঝলক এদিন প্রকাশ্যে আনা হয়। আর সেখানেই এক প্রতিযোগী জানান তাঁরা যেখানেই জন সেখানে গিয়েই রিলস বানান। আর এটা শুনেই নিজের প্রতিক্রিয়া জানান বিগ বি। তিনি বলে ওঠেন, 'আপনি স্বামী স্ত্রীদের দারুণ একটা আইডিয়া দিলেন। ভাইরা আপনারা স্বামী স্ত্রী মিলে যেখানেই যান না কেন, যাই করুন না কেন সেটার একটা রিলস বানিয়ে নেবেন।'
প্রসঙ্গত বর্তমানে অমিতাভ বচ্চনের নিজের ঘরেই ফাটল ধরেছে বলে শোনা যাচ্ছে কানাঘুষোয়। জানা গিয়েছে আলাদা আলাদা থাকছেন ঐশ্বর্য এবং অভিষেক। তাঁদের বিচ্ছেদের গুঞ্জন এখন হাওয়ায় ভাসছে। এই নিয়ে হামেশাই কোনও না কোনও আপডেট আসছে। যদিও তাঁরা নিজেরা এখনও এই বিষিয়ে কিছুই জানাননি।
অমিতাভ বচ্চনের কাজ
অমিতাভ বচ্চনকে শেষবার কল্কি ২৮৯৮ এডি ছবিতে দেখা গিয়েছিল। তিনি এখানে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছিলেন। বক্স অফিসে তুমুল সাড়া পেয়েছে ছবিটি। ১০০০ কোটি টাকার উপর আয় করে ফেলেছে এটি। মুখ্য ভূমিকায় প্রভাস এবং দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছিল। অন্যান্য চরিত্রে কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়, প্রমুখকে দেখা গিয়েছে। অশ্বিনী দত্ত এই ছবিটির প্রযোজনা করেছেন।