রবিবার জলসার বাইরে জড়ো হওয়া ভক্তদের দেখা দেন অমিতাভ বচ্চন। এই প্রথা বহুদিন ধরে করে আসছেন বিগ বি। এমনকী, কোনও সপ্তাহে তা মিস করে গেলে, সেই নিয়ে সামাজিকমাধ্যমে ক্ষমাও চেয়ে নেন। গত রবিবার বিগ বি-র পাশে দেখা মিলল তাঁর নাতি অগস্ত্য নন্দাকে।
ইনস্টাগ্রামে পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া ভিডিয়োতে দেখা গেল রবিবার দাদুর সঙ্গেই বাড়ির বাইরে বের হন অগস্ত্য। বরাবরের মতোই অমিতাভ গেটের সামনের উঁচু জায়াগায় এসে জরো হওয়া সকলের উদ্দেশে হাত নাড়েন। আর তাতে উপস্থিত জনতার উল্লাস যেন আরও বেড়ে যায়। এরপর পিছনে ফিরে অমিতাভ ডেকে নেন অগস্ত্যকে।
আরও পড়ুন: ‘চিল-কুল, লাইফে কোনও চাপ নেই…’! রণজয়ের সঙ্গে প্রেমচর্চার মাঝে, কাকে বললেন শ্যামৌপ্তি দিদি নম্বর ১-এ
খানিক ইতস্তত করার পর অগস্ত্যও অমিতাভের পাশে এসে দাঁড়ান। তারপর তিনি উপস্থিত সকলের সামনে এসে হাত জোর করেন। নাতিকে পাশে নিয়ে অমিতাভ বচ্চন যে কতটা গর্বিত বোধ করছিলেন, তার ছাপ পড়েছে তাঁর চোখ-মুখে।
দেখুন ভিডিয়োটি-
ভিডিয়োর কমেন্টে এক নেট-নাগরিক লিখলেন, ‘একসময় আরাধ্যা থাকত সঙ্গে।’ আরেকজন লিখলেন, ‘দাদু হিসেবে অমিতাভ কি নিজের নাতি-নাতনিদের মধ্যে ভেদাভেদ করে! আমি অবাক হচ্ছি’। তৃতীয়জনের মন্তব্য, ‘স্যার আপনার পাশে আরাধ্যাকে দেখতে চাই। আপনিই পারবেন সব ঠিক করতে।’ চতুর্থজন লেখেন, ‘দাদুর স্নেহ এরকমই হয়। অসাধারণ’
আরও পড়ুন: রাহুল মোদীকে আনফলো, ‘স্ত্রী ২’ মুক্তির আগেই প্রেম ভেঙে গেল শ্রদ্ধা কাপুরের?
কাজের সূত্রে, অমিতাভ বচ্চন বর্তমানে কৌন বনেগা ক্রোড়পতি-র নতুন সিজনের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। বড় পর্দায় অমিতাভকে দেখা গিয়েছিল কল্কি ২৮৯৮ এডি-তে। এদিকে অগস্ত্য তার আসন্ন ছবি ‘একিস’ নিয়ে ব্যস্ত। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র।
আরও পড়ুন: ৫০ বছরে এসে প্রথম চুমু খান পর্দায়, আজ জন্মদিন, বলুন তো কোন বলি-নায়িকার ছবি এটা
বচ্চন পরিবার নিয়ে চর্চার শেষ নেই। শোনা যাচ্ছে, ঐশ্বর্য নাকি মেয়ে আরাধ্যাকে নিয়ে বচ্চন বাড়ি ছেড়েছেন। নিজের মায়ের কাছে চলে গিয়েছেন। এমনকী, আম্বানি বাড়ির বিয়েতেও ঐশ্বর্য আর আরাধ্যাকে আলাদা-আলাদাই থাকতে দেখা যায়। যেখানে বাদবাকি সকলে ছিলেন একত্রে। অভিষেক আর ঐশ্বর্যর ডিভোর্সের খবরও সামনে আসছে বারংবার। তবে এখনও অফিসিয়াল কোনও স্টেটমেন্ট আসেনি কারও থেকে।