নোভেল করোনাভাইরাসে আক্রান্ত অমিতাভ বচ্চনের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। শনিবার করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন ভর্তি হন মুম্বইয়ের এই বেসরকারি হাসপাতালে। নানাবতী সুপারস্পেশ্যালিটি হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্য সংক্রান্ত আপডেট দিয়েছেন সংবাদমাধ্যমকে।
তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন,'অমিতাভ বচ্চনের পরিস্থিতি স্থিতিশীল, তাঁর করোনার হালকা উপসর্গ রয়েছে। আপতত অভিনেতাকে রাখা হয়েছে হাসপাতালের আইসোলেশন ইউনিটে'। অমিতাভ বচ্চনের পাশাপাশি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে তাঁর পুত্র অভিষেক বচ্চনও ভর্তি রয়েছেন এই হাসপাতালে।
করোনা আক্রান্ত হওয়ার খবর শনিবার রাত দশটা নাগাদ টুইটারে নিজেই ৭৭ বছরের বিগ বি। বর্ষীয়ান অভিনেতা বলেন,করোনা পজিটিভ ধরা পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার ও তাঁর বাড়িতে যারা কাজ করেন, তাদেরও পরীক্ষা হয়েছে। গত দশ দিনে তাঁর সংস্পর্শে যারা এসেছিলেন, সবাইকে করোনা পরীক্ষা করে নেওয়ার আর্জি জানান তিনি। পরে জানা যায় অভিষেক বচ্চনও করোনা পজিটিভ। দুজনেরই অ্যান্টিজেন টেস্টে করোনা ধরা পড়েছে ।
শনিবার প্রায় মধ্যরাতে অভিষেক বচ্চন টুইট করে জানান,'আজ আমার ও বাবার কোভিজ-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমাদের হালকা উপসর্গ রয়েছে এবং আমরা হাসপাতালে চিকিত্সাধীন। ইতিমধ্যেই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই পরিস্থিতির কথা জানিয়েছি। পরিবারের বাকি সকল সদস্য ও হাউজ স্টাফেদের পরীক্ষা করা হয়েছে। আমি সকলকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ'।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন বচ্চন পরিবারের অন্য সকল সদস্যরাও করোনা পরীক্ষা করিয়েছেন। জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চন সহ বাড়ির অন্য সকল হাউজ স্টাফেদেরও করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্ট সামনে আসবে আজ।