কাল অর্থাৎ ১৪ মার্চ সারা দেশ জুড়ে পালন করা হবে দোল উৎসব। তার পরের দিন অর্থাৎ ১৫ মার্চ হোলি। দোলের ঠিক আগের দিন রাতে ন্যাড়া পোড়া অথবা হোলিকা দহন উদযাপন করা হয়। সকলের মতো অমিতাভ বচ্চনকেও জয়া বচ্চনের সঙ্গে হোলিকা দমন উদযাপন করতে দেখা গেল।
আরও পড়ুন: দীপিকা-ঐশ্বর্যর দলে নাম লেখাতে চললেন আলিয়া! এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে অভিষেক নিয়ে কী বললেন?
সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন তাকিয়ে রয়েছেন জয়া বচ্চনের দিকে। জয়াও হাসিমুখে তাকিয়ে রয়েছেন স্বামীর দিকে। দূরে হোলিকা দমন উদযাপন চলছে জোর কদমে।

রাতের দিকে এখনও বেশ ঠান্ডা তাই অমিতাভ পরেছিলেন একটি সাদা নীল রঙের জ্যাকেট এবং মাথায় পরেছিলেন টুপি। অন্যদিকে রংবেরঙের একটি কুর্তি পরে দেখা গেল জয়াকে। বিবাহিত জীবনের ৫২ বছর কেটে গেলেও একে অপরকে যে তাঁরা কতটা ভালোবাসেন, তা এই ছোট ছোট মুহূর্ত দেখেই স্পষ্ট হয়ে যায়।

ছবিটি পোস্ট করা হয়েছে varindertchawla নামক একটি পেজ থেকে। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, নিরন্তন ভালবাসা এবং উৎসবের উষ্ণতা। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের হোলিকা দহন উদযাপনের একটি সুন্দর মুহূর্ত। ছবিটি যে নভ্যা নাভেলি নন্দার ইনস্টাগ্রাম থেকে নেওয়া হয়েছে, তারও উল্লেখ রয়েছে ক্যাপশনে।
আরও পড়ুন: দু'ঘণ্টার স্বাদ এবার দু মিনিটে, বিজ্ঞাপনের মোড়কে দেখুন মিনি ZMND
আরও পড়ুন: সারাভাই পরিবারে ভাঙন? রত্না পাঠকের ‘করওয়া চৌথ’ বিতর্কে মুখ খুললেন রাজেশ কুমার
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অমিতাভ বচ্চনের অবসর যাপনের গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র। বয়সের ভারে তিনি এখন অনেকটাই ঋজু হয়ে পড়েছেন। আগের মতো কিছুই মনে রাখতে পারছেন না আর। এর মধ্যেই অযোধ্যায় দুবার জমিও কিনে ফেলেছেন তিনি। অমিতাভের এই প্রত্যেকটি পদক্ষেপ বুঝিয়ে দেয় যে তিনি এবার লোকালয় থেকে দূরে নিজের অবসর সময় কাটাতে চান।