২০২২ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ঝুন্ড’ ছবিতে অভিনয় করে রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন প্রিয়াংশু। অনেকে তাঁকে ভালোবেসে বাবু রবি সিং ছেত্রী বলেও ডাকেন। সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, বুধবার অর্থাৎ ৮ অক্টোবর ভোররাতে নাগপুরে মদ্যপ অবস্থায় ছিলেন তিনি।
মদ্যপ অবস্থাতেই বন্ধুর সঙ্গে ঝামেলা লাগে অভিনেতার। কথা কাটাকাটি চলতে চলতেই আচমকা বন্ধুর হাতে খুন হয়ে যান তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ২১ বছর। এই ঘটনায় অভিনেতার বন্ধু ধ্রুব লাল বাহাদুর সাহু, ২০ বছর তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: দেবলীনার বাড়িতে হয় থিমের লক্ষ্মীপুজো, কীভাবে হয় শুরু? এবারের থিম কী?
আরও পড়ুন: 'আগে বুঝিনি...', ছেলে বিদেশ যেতেই বাবার কোন কষ্ট উপলব্ধি করলেন চঞ্চল?
ঠিক কী ঘটেছিল?
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, প্রিয়াংশু এবং ধ্রুব বহুদিনের বন্ধু। মঙ্গলবার মধ্যরাতের পর দুই বন্ধু মোটরসাইকেলে করে একটি পরিত্যক্ত বাড়িতে মদ্যপানের জন্য যান। ভোররাত পর্যন্ত মধ্যপান করেন তাঁরা। বুধবার সকালে ছেত্রীকে আহত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীকালে জানা যায়, প্রিয়াংশু মদ্যপ অবস্থায় বন্ধুকে খুনের হুমকি দিচ্ছিল, তারপরেই এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও সিঁথি ভর্তি সিঁদুর কেন? কটাক্ষের জবাবে কী বললেন পৃথা?
আরও পড়ুন: বাড়ির পুজোয় নিজের হাতেই লক্ষ্মী সাজান অপরাজিতা, কীভাবে শুরু হয়েছিল এই রীতি?
পুলিশ জানিয়েছে, বন্ধু খুনের হুমকি দিতেই ভয়ের চোটে ধারালো অস্ত্র দিয়ে প্রিয়াঙ্কাকে আক্রমণ করে। পরবর্তী সময়ে অর্ধনগ্ন অবস্থায় প্রিয়াংশুকে তার দিয়ে বেঁধে সেখানেই ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা প্রিয়াংশুকে দেখামাত্রই হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। চিকিৎসকরা অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, প্রিয়াংশু ঝুন্ড ছবিতে সহ অভিনেতা হিসেবে কাজ করেছিলেন অমিতাভ বচ্চনের সঙ্গে। নাগরাজ মঞ্জুলে পরিচালিত এই ছবিটি বাস্তব জীবনের বিজয় বার্সের গল্প অনুসরণ করে, যিনি ভারতে স্লাম সকারের পথিকৃৎ ছিলেন।