অমিতাভ বচ্চনকে প্রায়শই কেবিসির প্রতিযোগীদের সঙ্গে গল্পের সময়, তাঁর পরিবার নিয়েও কথা বলেন। এমনিতেই ফিল্মি দুনিয়ার লোক হোক বা আমজনতা, বচ্চনদের নিয়ে উৎসাহ রাখে না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর। এতদিন যেমন জোর চর্চায় ছিল অমিতাভের ছেলে ও বউমা অর্থাৎ অভিষোক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের ডিভোর্স।
সে যাই হোক, কেবিসিতে ফেরা যাক! দর্শকদের সঙ্গে হটসিটে বসা প্রতিযোগী গুজরাটের ভদোদরার সফটওয়্যার ডেভেলপার আশুতোষ সিং-এর পরিচয় করিয়ে দেন বিগ বি। জানতে পারেন, এই মানুষটির কেবিসিতে আসার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, বিশেষত তাঁর প্রেম করে বিয়ের কারণে।
আরও পড়ুন: গরম ধরম ধাবার নামে টাকা নয়ছয়ের অভিযোগ! প্রতারণা মামলায় ধর্মেন্দ্রকে তলব আদালতের
আশুতোষ জানান, ‘৫ বছর ধরে বাবা-মায়ের সঙ্গে কথা হয় না। আমি জানি তারা নিয়মিত কেবিসি দেখে, তাই আমার এখানে আসা গুরুত্বপূর্ণ ছিল যাতে আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে পারি এবং সম্ভবত তারা আমাদের কথা শুনতে পারে’। যাতে অমিতাভ বলেন, ‘আমিও আশা করি যে, আজকের পর্বটি দেখার পরে, আপনার বাবা-মা আবার আপনার সঙ্গে কথা বলবেন’।
আরও পড়ুন: সিরিয়ালের নায়িকা নয়, বরং ‘দিদি’র সঙ্গে প্রেম-বিবাহ! ভাঙে প্রথম বিয়ে, বলুন তো কে?
প্রেম করে বিয়ে করা নিয়ে অমিতাভ যা বললেন
এরপরই অমিতাভ যোগ করেন, ‘আমি উত্তরপ্রদেশ থেকে এসেছি কিন্তু বাংলায় গিয়েছিলাম, আমার ভাইয়ের বিয়ে হয়েছে সিন্ধি পরিবারে, আমার মেয়ের বিয়ে হয়েছে পাঞ্জাবি পরিবারে এবং আমার ছেলে, আপনারা ইতিমধ্যে জানেন, বউমা ম্যাঙ্গালোরের। আমার বাবা বলতেন, আমরা দেশের নানা প্রান্ত থেকে বৌমাকে নিয়ে এসেছি’।
আরও পড়ুন: ১২ বছরের বড়, ১ ছেলের মা মালাইকার সাথে বিচ্ছেদ, অর্জুন বলল, ‘গত ৫ বছর কঠিন ছিল’
কীভাবে শুরু হয় অভিষেক ও ঐশ্বর্যর দ্বিতীয় সন্তান নিয়ে চর্চা?
সম্প্রতি রিতেশ দেশমুখের চ্যাট শো, কেস তো বানতা হ্যায়-তে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন অভিষেক। সেখানেই বন্ধু রীতেশ খোঁচা দিয়ে অভিষেককে প্রশ্ন করেন, 'অমিতাভজি, ঐশ্বর্য, আরাধ্যা, আপনার নামও 'এ' অক্ষর দিয়ে শুরু হয়। তাহলে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন কী ভুল করেছেন?' অভিষেক জবাব দেন, ‘এটা আপনাকে তাদের জিজ্ঞাসা করতে হবে। তবে আমি মনে করি এটি আমাদের বাড়িতে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। অভিষেক, আরাধ্যা….’
এরপরই রীতেশের খোঁচা, ‘আরাধ্যার পরে?’ উত্তরে অভিষেক বলেন, ‘না, এখন আর নয়। পরবর্তী প্রজন্ম আসার পর দেখা যাবে।’ এরপরই রীতেশ তাঁকে ঠাট্টা করে বলেন, ‘এত অপেক্ষা কে করবে? যেমন রীতেশ, রিয়ান, রাহিল (রীতেশের দুই ছেলে) তেমনই অভিষেক, আরাধ্যা…’। এই কথা শুনেই অভিষেক লজ্জায় লাল হয়ে যান।
ব্যস আর কী, শুরু হয়ে যায় নতুন টপিক। এবার অভিষেক ও ঐশ্বর্যর দ্বিতীয় সন্তান হয়ে দাঁড়িয়েছে আলোচনার বিষয়।