ঋষি কাপুরের প্রয়াণে স্বজন হারানোর বেদনা গ্রাস করেছে অমিতাভ বচ্চনকে। সোশ্যাল মিডিয়ায় প্রিয় সহ-অভিনেতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানালেন বলিউডের শাহেনশা।
মৃত্যুসংবাদ পেয়ে টুইট করেছিলেন, ‘ঋষি কাপুর আর নেই! ধ্বংস হয়ে গেলাম’। নিখাদ শোকানুভূতির বহিঃপ্রকাশ এখানেই থেমে থাকেনি বর্ষীয়ান অভিনেতার। একটু সামলে নেওয়ার পরে প্রিয় সহকর্মীর স্মৃতি রোমন্থন করতে ইনস্টাগ্রামে অভিনব পোস্ট করেছেন অমিতাভ।
যুবা বয়সে দুজনেই একাধিক ছবিতে একত্রে অভিনয় করেছেন। তাঁদের একসঙ্গে শেষ দেখা গিয়েছে ২০১৮ সালে মুক্তি পাওয়া পরিচালক উমেশ শুক্লার ১০২ নট আউট ছবিতে। সেই ছবিতে বৃদ্ধ নিঃসঙ্গ ঋষির অতিবৃদ্ধ অথচ প্রাণচঞ্চল ১০২ বছর বয়েসি বাবার ভূমিকায় অভিনয় করেন অমিতাভ।
প্রিয় চিন্টুর স্মরণে সেই ছবির ট্রেলারই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিগ বি। ট্রেলারের আবহে রয়েছে গুরু দত্ত অভিনীত ক্লাসিক ছবি ‘কাগজ কে ফুল’-এ গীতা দত্তের কণ্ঠে গাওয়া কালজয়ী ‘ওয়াক্ত নে কিয়া’ গানটি, যার রিমেক গেয়েছেন অমিতাভ নিজে। স্বকণ্ঠে গাওয়া সেই গান ও ছবিতে ঋষি কাপুরের সঙ্গে ভাগ করে নেওয়া দৃশ্য সাজিয়েই প্রিয চিন্টুকে ভালোবাসার অর্ঘ্য নিবেদন করেছেন অমিতাভ বচ্চন।