বাংলা নিউজ > বায়োস্কোপ > ৮০ ছুঁইছুঁই বয়সেও হাত দিয়ে ভাঙলেন কাচ! কেন সেট থেকে বডি ডাবলকে ফেরালেন অমিতাভ?

৮০ ছুঁইছুঁই বয়সেও হাত দিয়ে ভাঙলেন কাচ! কেন সেট থেকে বডি ডাবলকে ফেরালেন অমিতাভ?

অমিতাভ বচ্চন (ছবি সৌজন্যে - ফেসবুক)

প্রায় ৮০ ছুঁইছুঁই বয়সেও বলিউডের অবিসংবাদিত 'অ্যাংরি ইয়ং ম্যান'-এর তাজ রয়েছে অমিতাভ বচ্চন-এর কাছে।

প্রায় ৮০ ছুঁইছুঁই বয়সেও বলিউডের অবিসংবাদিত 'অ্যাংরি ইয়ং ম্যান'-এর তাজ রয়েছে অমিতাভ বচ্চন-এর কাছে। সেকথাই যেন তিনি আরও একবার নতুন করে প্রমাণ করলেন। এই ৭৯ বছর বয়সে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে তাঁর অভিনীত চরিত্রের অ্যাকশন দৃশ্য এবং স্টান্ট পারফর্মের জন্য বডি ডাবল নিতে সরাসরি অস্বীকার করলেন অমিতাভ। সেই দৃশ্যে নিজেই পারফর্ম করলেন 'শাহেনশাহ'।

স্বাভাবিকভাবেই অমিতাভের এহেন কাণ্ড দেখে বিস্ময়ে হাঁ হলেও শ্রদ্ধায় মাথা ঝুঁকেছে বিজ্ঞাপনটির পরিচালক অমিত শর্মা এবং বাকি ইউনিটের সদস্যদের। বিজ্ঞাপনটির অ্যাকশন পরিচালক মনোহর বর্মা এ প্রসঙ্গে ETimes-কে জানিয়েছেন, 'আমরা তো আগে থেকেই বডি ডাবল-এর ব্যবস্থা করে রেখেছিলাম। কিন্তু সেটে হাজির হয়ে সবটা দেখে নেওয়ার পর মিঃ বচ্চন স্বয়ং পরিচালককে জানালেন তিনি নিজেই এই স্টান্ট পারফর্ম করতে চান। স্বভাবতই হইহই পড়ে গিয়েছিল। এরপর আরও অনেকটাই বেশি সাবধানতা অবলম্বন করতে হয়েছিল আমাদের সেই দৃশ্য শ্যুট করার জন্য।'

সামান্য থেমে তিনি আরও জানান যে এরপর সেইসব অ্যাকশন দৃশ্য এবং স্টান্ট প্রায় একটি টেকেই 'ওকে' করে দেন অমিতাভ। হাত দিয়ে কাচ ভেঙেছেন একজন পেশাদার স্টান্ট ম্যানের মতোই। অ্যাকশন পরিচালক-এর কথায়, 'অমিতজি ফের প্রমাণ করে দিলেন যে বয়স স্রেফ একটি সংখ্যা মাত্র।আজ ও এই বয়সে ইন্ডাস্ট্রিতে উনিই সেরা। ওঁর ধারেপাশে আর কেউ নেই। এই বয়সেও অ্যাকশন দৃশ্যে যেভাবে পারফর্ম করেন, তা শিক্ষণীয়। ওঁকে সেইসব দৃশ্যে পারফর্ম করতে দেখলে 'জঞ্জির'-এর সেই অ্যাংরি ইয়ং ম্যান-এর কথা মনে পড়ে যায়। পারতে সেট ছেড়ে যান না। স্রেফ শ্যুটিং ব্রেকের সময় ভ্যানিটি ভ্যানের মধ্যে গিয়ে বিশ্রাম নেন।'

উল্লেখ্য, এর আগেও বহু বিজ্ঞাপনে অমিতাভের সঙ্গে কাজ করেছেন এই অ্যাকশন পরিচালক। সুজিত সরকারের পরিচালনায় মুক্তি না পাওয়া ছবি 'শু বাইট'-এও অমিতাভের সঙ্গে কাজ করেছেন তিনি।

বন্ধ করুন