বাংলা নিউজ > বায়োস্কোপ > Kaun Banega Crorepati 14: অমিতাভের মুখে অনুপমের প্রশংসা, কেবিসির মঞ্চে কী এমন করলেন অনুপম? দেখুন

Kaun Banega Crorepati 14: অমিতাভের মুখে অনুপমের প্রশংসা, কেবিসির মঞ্চে কী এমন করলেন অনুপম? দেখুন

কেবিসির মঞ্চে টিম উঁচাই

Kaun Banega Crorepati 14: সোমবার কৌন বনেগা ক্রোড়পতি ১৪তে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে উঁচাই ছবির বাকি অভিনেতাদের। থাকবেন বোমান ইরানি, অনুপম খের, প্রমুখ।

কৌন বনেগা ক্রোড়পতি ১৪ এর মঞ্চে অমিতাভ বচ্চনের সঙ্গে এবার দেখা যাবে তাঁর ছবি উঁচাইয়ের বাকি অভিনেতাদের সঙ্গে। সোমবারের এপিসোডে উপস্থিত থাকবেন অভিনেতা বোমান ইরানি, অনুপম খের এবং নীনা গুপ্ত। এই এপিসোডের প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে আর সেখানেই দেখা গিয়েছে তাঁরা কেমন মজা করছেন, এবং কোনও একটি অজানা বিষয়ে ইমোশনাল হয়ে পড়ছেন।

সোনি টিভির তরফে এই প্রমোশনাল ভিডিও শেয়ার করা হয়েছে। তাঁরা এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন যে ' কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে এমন কিছু হল যার জন্য অমিতাভ এবং তাঁর সহ অভিনেতারা চোখের জল ধরে রাখতে পারলেন না।'

এই প্রোমো ভিডিওর একদম শুরুতে দেখা যায় এই ছবির ট্রেডমার্ক যে স্টেপ সেটা করতে। এই নাচের স্টেপ আমরা সকলেই ছবিটির পোস্টারে দেখেছি। এই স্টেপটির সঙ্গে ১৯৯৯ সালে সুরজ বরজাতিয়া পরিচালিত ছবি হাম সাথ সাথ হ্যায় ছবির ট্রেডমার্ক স্টেপের মিল রয়েছে।

এরপর তাঁদের গেম শুরু করতে দেখা যায়, যেখানে বোমান ইরানি হট সিটে গিয়ে বসেন এবং বলেন, ' চলুন মজা করা যাক!' এরপর প্রোমো ভিডিওতে দেখা যায় অনুপম খের অমিতাভ বচ্চনের কাঁধ ম্যাসাজ করে দিচ্ছেন। আনন্দের সঙ্গে অমিতাভ 'হ্যায় অনুপম' বলে ওঠেন সেই ভিডিওতে। এরপর আরেকটি দৃশ্যে দেখা যায় এই সমস্ত অভিনেতাদের চোখে জল।

উঁচাই ছবিটি লিখেছেন সুনীল গান্ধী। পরিচালনা করেছেন সুরজ বরজাতিয়া। তিনি ৭ বছর পর ফের পরিচালনায় ফিরলেন। এই গল্পটি আবর্তিত হবে তিন বন্ধুকে ঘিরে, অর্থাৎ অমিতাভ বচ্চন, বোমান ইরানি এবং অনুপম খের। এঁরা তাঁদের প্রয়াত বন্ধুর ইচ্ছে পূরণ করতে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প যাওয়ার সিদ্ধান্ত নেন, তার পর কী হয় সেই নিয়েই এই ছবি। পরিণীতি চোপড়াকে দেখা যাবে তাঁদের ট্রেনার হিসেবে। ছবিটি আগামী ১১ তারিখ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।

বন্ধ করুন