কয়েক মাস ধরেই বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে। তাঁদের পারিবারিক জীবন নিয়ে তোলপাড় চলছেই। যদিও বচ্চন পরিবারের তরফ থেকে এই প্রসঙ্গে কোনও মন্তব্য এখনও পর্যন্ত করা হয়নি।
এরই মধ্যে বোরিভালি এলাকায় ওবেরয় রিয়েলটির ওবেরয় স্কাই সিটি প্রকল্পে একই তলায় ৬.৭৮ কোটির দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অমিতাভ বচ্চন। অপরদিকে তাঁর ছেলে অভিষেক বচ্চন ১৫.৪২ কোটিতে ছয়টি অ্যাপার্টমেন্ট কেনেন। Zapkey.com এর তরফ থেকে এই তথ্য মিলেছে।
আরও পড়ুন: (‘কী দরকার বিয়ে করার...?' সাংসারিক জীবন নিয়ে এমন কেন বললেন নওয়াজ?)
অপরদিকে অভিষেক বচ্চন ২৮ মে, ২০২৪ এ ১৫.৪২ কোটি টাকায় RERA কার্পেটের ৪৮৯৪ বর্গফুট পরিমাপের ছয়টি অ্যাপার্টমেন্ট রেজিস্টার করেন। অমিতাভ বচ্চন ২৯ মে ২০২৪ এ উভয় অ্যাপার্টমেন্ট রেজিস্টার করেছিলেন। নথি অনুসারে প্রতিটি ইউনিটের আকার ১০৯৪ RERA কার্পেট। প্রতিটি অ্যাপার্টমেন্টের মূল্য ৩.৩৯ কোটি টাকা।
শোনা গিয়েছে, ওবেরয় স্কাই সিটি হল মুম্বংইয়ের বোরিভালি এলাকার সবচেয়ে ব্যয়বহুল বিলাসবহুল বাসভবনগুলির মধ্যে একটি। এই অ্যাপার্টমেন্টগুলি প্রতি বর্গফুট ৩১০০০ টাকা থেকে ৩৭০০০ টাকা এর মধ্যে বিক্রি হয়। বিল্ডিংটি মুম্বই মেট্রো স্টেশনের কাছে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে (WEH) অবস্থিত।
আরও পড়ুন: (এই উইকেণ্ডে সিরিজ দেখবেন? জেনে নিন নেটফ্লিক্সের সেরা ১০ ট্রেন্ডিং সিনেমা)
বোরিভালি এলাকার সবচেয়ে ব্যয়বহুল আবাসিক বিল্ডিং হলো, ওয়াধওয়া গ্রুপ দ্বারা নির্মিত অ্যাকোয়ারিয়া গ্র্যান্ডে যেখানে আবাসিক ইউনিটগুলি প্রতি বর্গফুট প্রায় ৪০০০০টাকা থেকে ৪৫০০০টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎই বচ্চন পরিবারের সদস্যরা জমি বাড়িতে বেশি করে বিনিয়োগ করছেন কেন তার কারণ জানা যায়নি ।
বিগ বি এর রিয়েল এস্টেট পোর্টফোলিও
অমিতাভ বচ্চন গত এক বছরে আর্থিক রাজধানী, আলিবাগ এবং মন্দিরের শহর অযোধ্যায় সম্পত্তিতে ১০০ কোটির বেশি বিনিয়োগ করেছেন ।
এর মধ্যে রয়েছে ১৬,৮২৫ বর্গফুট পরিমাপের সাতটি অফিস স্পেস যা প্রায় ৯০ কোটিতে কেনা হয়েছে। এছাড়াও ‘The Sarayu'-তে ১৪ কোটির বেশি প্লট কেনা হয়েছে।
২০২৪ সালের এপ্রিল মাসে, বিগ বি মহারাষ্ট্রের মুম্বইয়ের কাছে আলিবাগে ১০০০০ বর্গফুট জমি কিনেছিলেন ১০ কোটিতে। ওবেরয় রিয়্যালিটিতে পাঠানো একটি কোয়ারীর কোনও উত্তর পাওয়া যায়নি। এই বিষয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।