'প্রজেক্ট কে'র শ্যুটিংয়ে গুরুতর চোট পেয়েছেন। আপাতত তাই ঘরবন্দি জীবন কাটছে অমিতাভ বচ্চনের। তাই ফাঁকা সময়ে সুযোগ পেলেই কলম তুলে নিচ্ছেন বিগ বি। সম্প্রতি, নিজের কলমে জানালেন একসময় তাঁর মদ্যপান ও ধূমপানে আসক্তির কথা। তবে বহু বছর হয়ে গেছে মদ কিংবা সিগারেট ছুঁয়েও দেখেননি তিনি। কীভাবে ছেড়েছিলেন নেশা। নিজের ব্লকে সেকথা লিখেছেন 'শাহেনশা'।
স্কুল ও স্নাতন জীবনের স্মৃতিতে ফিরে গিয়ে অমিতাভ বচ্চন। লিখেছেন পদার্থ বিদ্যার প্র্যাকটিক্যাল ক্লাসের ল্যাবে বিভিন্ন উপাদান মিশিয়ে কীভাবে পরীক্ষানিরীক্ষা করা চলত। তাঁর মনে আছে স্নাতন ডিগ্রি পাওয়ার পর কিছু স্নাতক কিছু ছাত্র বিশুদ্ধ অ্যালকোহল পান করে তার উদযাপন করে, যেকারণে তারা অত্যন্ত অসুস্থও হয়ে পড়ে। যা সেসময় শিক্ষা দিয়েছিল। লিখেছেন, বেশকয়েকটি ঘটনায় তিনি দেখেছেন, স্কুল, কলেজের ছাত্রদের এই নেশার জন্য সর্বনাশ হয়েছে।
আরও পড়ুন-দুবাইয়ে ফিরে পড়াশোনা শেষ করুক নওয়াজ আলিয়ার দুই সন্তান, নির্দেশ দিল বম্বে আদালত
আরও পড়ুন-'সংস্কৃতির সঙ্গে আমার যে পরিচয় তা এখান থেকেই', মেদিনীপুরে গিয়ে আবেগঘন অনির্বাণ
আরও পড়ুন-‘ইন্দুবালা’র গান প্রথমে প্রযোজকদের পছন্দ হয়নি, বলেই দিয়েছিল চলবে না: অমিত
বিগ বি লিখেছেন পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে কলকাতায় (সিটি অফ জয় বলে উল্লেখ করেছেন) চলে আসেন তিনি। সকলেই জানেন তাঁর কর্মজীবনেক শুরু কলকাতাতেই। এখানে চাকরি করতেন তিনি। কলকাতায় থাকাকালীন বিভন্ন সামাজিক অনুষ্ঠানে তিনি মদ্যপান করতেন বলে লিখেছেন। ধীরে ধীরে ঘনঘন মদ্যপানে তিনি অভ্যস্ত হয়ে পড়েন, আসক্তি তৈরি হয়। যদিও অমিত বচ্চনের জানিয়েছেন, ‘বহুবছর আগেই তিনি মদ্যপান ছেড়ে দিয়েছেন।', তবে তাঁর আক্ষেপ' আরও আগে সেটা ছাড়লে হয়ত ভালো হত।’ মদ্য়পানের পাশাপাশি ধূমপানেও নেশাও একসময় তাঁকে পেয়ে বসেছিল। তবে পরবর্তী সময়ে সেটাও তিনি ছেড়ে দেন। বিগ বি লিখেছেন, ‘যখন ধূমপান করছেন, তখন জ্বলন্ত সিগারেটা ঠোঁটের কোণ থেকে ফেলে দিয়ে সেটাকে বিদায় দিন। যে অভ্যাস মানুষকে ক্যানসারের দিকে ঠেলে দেয়, তাকে ছেড়ে দেওয়াই উচিত।’
আপাতত পাঁজরে চোট পাওয়ার পর নিয়মানুবর্তিতার মধ্যেই জীবন কাটাচ্ছেন অমিতাভ বচ্চন। শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরতে চান তিনি।