বলিউডের অন্যতম আইকনিক জুটি অমিতাভ-রেখা। রিল লাইফে তাঁদের রোম্যান্স যতটা হিট, বাস্তবেও ততটাই আকর্ষণীয়। রেখার সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়েছেন বচ্চন, বলিউডে এই নিয়ে চর্চা কম ছিল না। অমিতাভের দুই সন্তানের মা, জয়া ভাদুড়ির কাছেও অজানা ছিল না এই সম্পর্কের কথা। তবে প্রকাশ্যে রেখার সঙ্গে প্রেম নিয়ে কোনওদিন মন্তব্য করেননি অমিতাভ।
রেখা অবশ্য আকারে-ইঙ্গিতে কিংবা খোলাখুলি বহুবার জানিয়েছেন, তিনি অমিতাভকে ভালোবাসেন। ১৯৭৬ সালে ‘দো আনজানে’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেন অমিতাভ-রেখা। শোনা যায়, সেই ছবির সেটেই নাকি মন দেওয়া-নেওয় সেরেছিলেন দুজনে। ততদিনে দুই সন্তানকে সামলাতে ছবির জগত থেকে অনেকটাই সরে এসেছেন জয়া।
বলিউডের এই চর্চিত জুটির শেষ ছবি ছিল যশ চোপড়ার ‘সিলসিলা’। সেই ছবিতে অমিতাভের প্রেমিকা রেখা, আর স্ত্রীর চরিত্রে জয়া। ভাগ্যের নিঠুর পরিহাস এমনটাই, নাকি ভেবেচিন্তেই ছিল যশ চোপড়ার এই কাস্টিং? তা জানা নেই। তবে এই ছবির পর ৪৪ বছর পেরিয়েছে, কিন্তু আর কখনও একফ্রেমে ধরা দেননি অমিতাভ-রেখা। সেই শেষ। তবে এই জুটিকে আবারও বড়পর্দায় দেখবার সুযোগ পাচ্ছে দর্শক।
প্রেমের সপ্তাহে বলিউডের একাধিক কাল্ট ক্লাসিক ছবি পুনরায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। সেই তালিকায় রয়েছে অমিতাভ-রেখার সিলসিলা। শ্রীদেবী-ঋষি কাপুরের চাঁদনি এছাড়াও রয়েছে রাজ কাপুর-নার্গিসের চিরন্তন প্রেমের আখ্যান আওয়ারা। ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের অধীনে ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া দ্বারা পুনরুদ্ধার করা 4K সংস্করণ সহ বলিউডের পুরানো কাল্ট ক্লাসিকগুলি বড় পর্দায় পুনরায় মুক্তি পেতে চলেছে।
ভ্যালেন্টাইনস উইকের প্রথম দিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে অমিতাভ বচ্চনের 'সিলিসিলা'। যশ চোপড়া পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ, জয়া বচ্চন, রেখা এবং শশী কাপুর। ছবির দেখা এক খোয়াব, ইয়ে কাহাঁ আ গায়ে হাম গানগুলি এই প্রজন্মের কাছেও ততটাই জনপ্রিয়। এটি মুক্তি পায় ১৯৮১ সালে। সঙ্গীত পরিচালনা করেছেন শিব-হরি।
শ্রীদেবী অভিনীত ব্লকবাস্টার ছবি 'চাঁদনি' ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি যশ চোপড়া পরিচালনা করেছিলেন এবং শ্রীদেবীর সাথে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কাপুর এবং বিনোদ খান্না। এটি ১৯৮৯ সালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। শ্রীদেবীর অভিনয় সমালোচক এবং দর্শকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।
আগামী ২১ ফেব্রুয়ারি পিভিআর ও আইনক্স প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাজ কাপুরের ছবি 'আওয়ারা'। অন্যতম সেরা হিন্দি চলচ্চিত্র হিসাবে বিবেচিত, এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রাজ কাপুর, নার্গিস এবং পৃথ্বীরাজ কাপুর। এটি মুক্তি পায় ১৯৫১ সালে। এরপর ২৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাজেশ খান্নার 'আরাধনা'।