অগস্ট মাসে ফের একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। ৯ দিন আইসোলেশনেও ছিলেন ৭৯ বছরের অভিনেতা। এই নিয়ে নোভেল করোনাভাইরাসে দ্বিতীয়বার আক্রান্ত হলেন বিগ বি। বৃহস্পতিবার সকালে অবশেষে দিলেন তিনি কোভিড থেকে সেরে ওঠার সুখবর।
বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ অমিতাভ নিজের ব্লগে লেখেন, ‘কাজে ফিরলাম… আপনাদের প্রার্থনায়, কৃতজ্ঞ… গত রাতে নেগেটিভ হই… ৯ দিনের আইসোলেশন কাটল… থাকতেই হত ৭ দিন… সবাইকে আমার ভালোবাসা… আপনারা দয়ালু ও নজর রেখেছিলেন গোটা সময়টা… আপনাদের জন্য শুধু জোর হাত করতে পারি।’
২৩ অগস্ট করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন অমিতাভ। টুইট করেছিলেন, 'আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা আমার ধারেকাছে এসেছিলেন এবং সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে পরীক্ষা করিয়ে নিন।' এর আগে ২০২০ সালেও করোনার প্রথম ঢেউয়ের সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। প্রাথমিকভাবে ছেলে অভিষেকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। তারপর অমিতাভ এবং অভিষেকের স্ত্রী ঐশ্বর্যও করোনায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। আরও পড়ুন: ‘আমরা সবাই পাগল’ ক্ষমা চাওয়ার টুইটে বানান ভুল আমিরের! ধর্মের অপমানে রাগল জৈনরা
আপাতত কৌন বনেগা ক্রড়োরপতির ১৪ নম্বর সিজন হোস্ট করছেন অমিতাভ। এদিকে চলতি মাসেই মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। সাই-ফাই এই থ্রিলারে রণবীরের চরিত্রে শিবার গুরু হিসেবে দেখা মিলবে তাঁর। এতদিনে একবারও ছবির প্রচারে অংশ নেননি। তবে আশা করা যাচ্ছে এবার তিনি থাকবেন স্বমহিমায়। আরও পড়ুন: ক্রিকেট ছেড়ে রেস্তোরাঁতেই মন দেবেন বিরাট? ইটারি খুলতে চলেছেন কিশোর-বাংলোতে
দিনকয়েক আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবির জন্য টুইট করেছিলেন অমিতাভ বচ্চন। তখন করোনা আক্রান্ত হয়ে গৃহবন্দি। তাতে কি, নিয়মে ভুল হওয়ার নয় যে! ২৬ অগস্ট মুক্তি পেয়েছে পথিকৃৎ বসুর 'কাছের মানুষ'-এর ট্রেলার। গল্পের কেন্দ্রবিন্দুতে টলিউডের দুই অন্যতম সফল তারকা। প্রসেনজিৎ এবং দেব। আর সেই ছবির প্রশংসাই করে বিগ বি। অভিনেতা লিখেছেন, 'বুম্বার জন্য আমার ভালোবাসা এবং শুভেচ্ছা রইল'। একই সঙ্গে ছবির ট্রেলারটিও টুইট করেছেন তিনি। প্রসেনজিতের আগের ছবি ‘আয় খুকু আয়’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর ক্ষেত্রেও অমিতাভের তরফ থেকে এসেছিল এমনই সব প্রশংসা।