বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘কাঁদেন কীভাবে?’, ‘ঝুন্ড’-এর শিশু শিল্পীর মর্মস্পর্শী প্রশ্নে হতবাক অমিতাভ!

‘কাঁদেন কীভাবে?’, ‘ঝুন্ড’-এর শিশু শিল্পীর মর্মস্পর্শী প্রশ্নে হতবাক অমিতাভ!

‘ঝুন্ড’ ছবির একটি দৃশ্যে অমিতাভ।

সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে ‘ঝুন্ড’ ছবির শ্যুটিং চলাকালীন একটি মর্মস্পর্শী মুহূর্তের কথা তুলে ধরলেন অমিতাভ বচ্চন।

সমাজকর্মী বিজয় বারসের জীবনের উপর ভিত্তি করেই ‘ঝুন্ড’ ছবির গল্প। যিনি বস্তির বাচ্চাদের প্রেরণা দিয়েছিলেন ফুটবল টিম তৈরি করতে। মুখ্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন। ইতিমধ্যেই ছবি সমালোচকদের দল অকুন্ঠ প্রশংসায় ভরিয়ে দিয়েছে অমিতাভ অভিনীত এই ছবিকে। সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে ছবির শ্যুটিং চলাকালীন একটি মর্মস্পর্শী মুহূর্তের কথা তুলে ধরলেন 'শাহেনশাহ'।

উল্লেখ্য, অমিতাভের সঙ্গে ছবিতে অভিনয় করা শিশু ও কিশোরের দল বাস্তবেও বস্তির অধিবাসী। নামমাত্র অভিনয়ের ওয়ার্কশপ করিয়ে তাঁদের ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন পরিচালক। যদিও তাতে বিন্দুমাত্র অসুবিধে হয়নি। ছবি সমালোচকদের পাশাপাশি আমির খানও মুগ্ধ তাঁদের অভিনয় দক্ষতা দেখে। এবার একই সুর শোনা গেল স্বয়ং 'বিগ বি'-র মুখেও।

বলিউড হাঙ্গামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ঝুন্ড’-এর শ্যুটিং নিয়ে আলোচনা করাকালীন এক মর্মস্পর্শী ঘটনার কথা তুলে ধরেন অমিতাভ, যা দেখে ও শুনে স্তম্ভিত হয়ে গেছিলেন তিনি। ভীষণভাবে তাঁর মনে দাগ কেটে গিয়েছিল সেই ঘটনা। বলি-তারকার কথায়, 'ছবিতে এমন একটি দৃশ্য রয়েছে, যেখানে ওই শিশু ও কিশোরদের কাঁদতে দেখা যাবে। ওই সিকোয়েন্সের শ্যুটের আগে আমার কাছে ওই দল থেকে একটি বাচ্চা এগিয়ে এল। এসে আমাকে সরাসরি জিজ্ঞেস করে বসল, ' আছে স্যার, আপনি কাঁদেন কী করে?' শোনামাত্রই চমকে গিয়েছিলাম। স্তম্ভিত হয়ে গিয়েছিলাম এটা ভেবে ওই কথাটুকুর মধ্যে লুকিয়ে রয়েছে ঠিক কতটা যন্ত্রনা। মানে এই শিশু বয়সেই সে এমন পর্যায় পৌঁছে গিয়েছে যে কাঁদতে পর্যন্ত ভুলে গিয়েছে! হয়ত যে পরিবেশে তাঁর বড় হয়ে ওঠা তা এতটাই কঠিন ও নিষ্ঠুর যে কান্নাকাটি করার ঊর্ধ্বে চলে গিয়েছে।'

কথা শেষে অমিতাভ বলতে ভুললেন না যে এই ছবির আসল সম্পদ ওই শিশু এবং কিশোর অভিনেতার দল। ওঁরাই এই ছবির সাফল্যের মূল কান্ডারি। 'বিগ বি'-র কথায়, ' ওঁরা অসম্ভব প্রতিভাবান। কী অসাধারন অভিনয় করেছে বাচ্চাগুলি।'

বায়োস্কোপ খবর

Latest News

বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.