বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘আমরাও কল্কি বুঝতে পারিনি…’ অমিতাভকে কেন এমন বললেন নাতি নাত্নিরা? মুখ খুললেন বিগ বি

‘আমরাও কল্কি বুঝতে পারিনি…’ অমিতাভকে কেন এমন বললেন নাতি নাত্নিরা? মুখ খুললেন বিগ বি

অমিতাভ বচ্চন

সাম্প্রতিক একটি পর্বে প্রতিযোগী ত্রিশুল সিং চৌধুরীর সঙ্গে তাঁকে কথোপকথন করতে গিয়ে ‘কল্কি ২৮২৯ এডি’ ও নাতি নাতনিদের নিয়ে কথা ভাগ করে নিয়েছেন।

অমিতাভ বচ্চন পাবলিক ইন্টারঅ্যাকশনের সময় তাঁর সাবলীল আচরণ এবং হাস্যরসের জন্য সর্বদাই প্রশংসা পান। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’ হোস্ট করছে বর্তমানে। সেখানে সাম্প্রতিক একটি পর্বে প্রতিযোগী ত্রিশুল সিং চৌধুরীর সঙ্গে তাঁকে কথোপকথন করতে গিয়ে ‘কল্কি ২৮২৯ এডি’ ও নাতি নাতনিদের নিয়ে কথা ভাগ করে নিয়েছেন।

১৬ সেপ্টেম্বর 'কৌন বনেগা ক্রোড়পতি ১৬'-এর ৩০ বছর বয়সী সফ্টওয়্যার প্রকৌশলী ত্রিশুল এসেছিলেন খেলতে। ত্রিশুলের জীবনে রয়েছে নানান ওঠা পড়া। সেই সব গল্প তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। জানিয়েছিলেন নানা বিপদের মুহূর্তে তাঁর পরিবার কীভাবে তাঁর পাশে থেকে সব সমস্যার মোকাবেলা করতে সাহায্য করেছিলেন। প্রতিযোগী হট সিটে তার জায়গা নেওয়ার পর আত্মবিশ্বাসের সঙ্গে নার্ভাসনেস প্রকাশ করেছিলেন। তাই বিগ বি স্বয়ং তাঁকে উষ্ণ আলিঙ্গন করে তাঁকে স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করেছিলেন। 

আরও পড়ুন: বাবার সঙ্গে বরফে ঢাকা পাহাড়ে গিয়ে গরম পানীয়ে চুমুক সানির! ভিডিয়ো দেখে ববি বললেন…

খেলা চলাকালীন একটি খোলামেলা কথোপকথনের সময়, ত্রিশুল অমিতাভকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কখনও বিন ব্যাগের উপর বসেছেন কিনা। তখন অমিতাভ জানান যে এটি আরামদায়ক হওয়া সত্ত্বেও, বয়স্ক ব্যক্তিদের জন্য নয়। প্রতিযোগী তখন তাকে রসিকতা করে বলেন, ‘কিন্তু আপনাকে দেখে তো মাত্র ৪০ কি ৪৫ বছর বয়সী মনে হয়।’ এই কথা শুনে বিগ বি প্রবল হেসেছিলেন।

এরকম নানা মজার আলাপচারিতার মাঝেই অমিতাভ তাঁকে বলেছিলেন যে তিনি তাঁর নাতি-নাতনিদের সঙ্গে হলিউডের সাই-ফাই ছবি দেখতে গিয়েছিলেন, কিন্তু তেমন কিছুই বুঝতে পারেননি। আর তাই তাঁর নাতি নাতনিরা মজা করে বলেন, ‘আমরাও কল্কি বুঝতে পারিনি।’ ত্রিশূল তখন ‘কল্কি ২৮৯৮ এডি’-তে অমিতাভের অশ্বত্থামার অভিনয়ের প্রশংসা করেছেন।

আরও পড়ুন: সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের!

কল্কি ২৮৯৮ এডি সম্পর্কে

'কল্কি ২৮৯৮ এডি' হল একটি ডিস্টোপিয়ান সাই-ফাই অ্যাকশন-থ্রিলার। নাগ অশ্বিন ছবিটি পরিচলনা করেছেন। ছবিতে প্রভাস, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি, কমল হাসান, শাশ্বত চট্টপাধ্যায়কে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। ছবিটি মহাভারতের ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এটি একটি পোস্ট-অ্যাপোক্যালিপটিক জগতের চিত্র তুলে ধরেছে।

অমিতাভ বচ্চনের আসন্ন প্রজেক্ট

অমিতাভ ২০২৫ সালে 'কল্কি ২৮৯৮ এডি'-এর সিক্যুয়েলের শুটিং শুরু করবেন। তিনি দীপিকার সহ-অভিনেতা আর বাল্কির ‘দ্য ইন্টার্ন’-এর রিমেকেও অভিনয় করবেন। ইন্টার্নের মূল কাস্টে রবার্ট ডি নিরো এবং অ্যান হ্যাথাওয়ে ছিলেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.