বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘জামা ধুই, ইস্ত্রিও করি’, অমিতাভের কথায় কেবিসির প্রতিযোগীর অবিশ্বাস্য জবাব…

‘জামা ধুই, ইস্ত্রিও করি’, অমিতাভের কথায় কেবিসির প্রতিযোগীর অবিশ্বাস্য জবাব…

কেবিসিতে বিগ বি। (ছবি সৌজন্যে এএফপি)

আদৌ কি তারকারা নিজেদের পোশাক বাড়িতে ধোয়াধুয়ি করেন, কেবিসির সেটে প্রতিযোগীর প্রশ্নের জবাব দিতে গিয়ে নাস্তানাবুদ হতে হল বিগ বি-কে। 

এমনিতে দেখতে যতই ‘অ্যাংরি ম্যান’ হোন না কেন, কৌন বনেগা ক্রড়োরপতির সেটে প্রায়ই ধরা পড়ে অমিতাভ বচ্চনের হাস্যরস! প্রতিযোগীর সঙ্গে তিনি যেভাবে মজার মজার টপিকে কথা বলেন, তা অনেক তারকাই ভাবতে পারে না। এই এদিন যেমন কথা বললেন বাড়িতে জামাকাপড় ধোয়া নিয়ে। বেশ মজার ছলেই গল্প করলেন তিনি হট সিটে বসে।

অমিতাভের সঙ্গে হট সিটে বসেছিলেন পিঙ্কি জাওয়ারানি। আর তাঁর মনেই প্রশ্ন ছিল তারকারা কি নিজেদের পোশাক আদৌ কখন ধোয়াধুয়ি করেন, কারণ তাঁদের তো এক পোশাকে একবারই দেখা যায়। পিঙ্কি অমিতাভকে প্রশ্ন করেন, ‘আমরা কখনও আপনাদের একইজামায় দেখতে পাই না। আপনারা কি কখনও পোশাক রিপিট করেন?’ আর তাতে বিগ বি-র জবাব, ‘আপনি হয়তো আমাদের এক পোশাকে দেখতে নাই পারেন, কিন্তু আমরা একই পোশাক রিপিট করি।’ ওই প্রতিযোগী এবার প্রশ্ন করেন, ‘আপনাদের বাড়িতে পোশাক ধোওয়া হয়?’

এরপর আর নিজের হাসি চাপতে পারেননি অমিতাভ। উত্তর দেন, ‘হ্যাঁ কখনো কখনো আমি নিজের পোশাক নিজেই ধুই। ইস্ত্রিও করি। আমরা মোটেও আলাদা নই। নানা প্রোগ্রামের স্বার্থে আমাদের নতুন নতুন পোশাক পরতে হয়। কিন্তু বাড়িতে গেলে দেখবেন সেই একই কুর্তা পাজামা পরে আছি।’ এখানেও থামার নাম নেয় না ওই প্রতিযোগী। ফের প্রশ্ন করেন, ‘সেগুলো ধোয়া?’

‘হ্যাঁ অবশ্যই! আপনি কি বলতে চাইছেন আমি একবার একটা কুর্তা পাজামা পরেই সেটা ফেলে দেই?’, প্রশ্ন করেন বিগ বি। আর তাতে পিঙ্কির জবাব, ‘আমি তো ভাবতাম ওগুলো কোনও ডিজাইনারকে পাঠিয়ে দেওয়া হয়।’ এতেও অবাক হন অমিতাভ। আর বলে ওঠেন, ‘ডিজাইনাররাও আজকাল জামাকাপড় ধোয় নাকি’!

এরপর অভিনেতা বুঝিয়ে বলেন, ‘আমরা জামাকাপড় ধুই। সেগুলো আয়রন করি। ভাজ করে তুলে রাখি। তারপর সকালে ঘুম থেকে উঠে সেগুলো পরে সেটে আসি। তারপর যেটা হয় সেটা আমার ডিজাইনার আপনাকে বলতে পারবে।’

এরপর খেলা শুরুর আগে অমিতাভ বলে ওঠেন, ‘ওহ মাই গড! খেলার প্রতি মনোযোগটাই ঘেঁটে গেছে। আমি তো চার নম্বর প্রশ্নের জায়গায় বলতে যাচ্ছিলাম চার নম্বর ওয়াশিং!’

বন্ধ করুন
Live Score