বিয়ের ৫১ বছর হয়ে গেছে। তবুও এখনও বাংলার জামাই বাংলা বুঝতে পারেন না বিন্দুমাত্র! কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর মঞ্চে নিজের গোপন কথা ফাঁস করলেন বিগ বি। জানালেন তাঁর বেটার হাফ জয়া বচ্চন তাঁকে ফোন করলেই তিনি নার্ভাস হয়ে পড়েন। কিন্তু কেন?
কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে কী জানালেন অমিতাভ?
কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে এক প্রতিযোগীকে জীবনের বিষয় টিপস দিতে গিয়ে নিজের জীবনের এক মজার ঘটনা তুলে ধরেন অমিতাভ বচ্চন। জানান বাড়িতে বা অন্যত্র যখন জয়া বচ্চন বাংলায় কথা বলতে শুরু করেন তখন তাঁর কী হাল হয়, বিয়ের এই ৫১ বছর পরেও। এদিন যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে কলকাতার এক অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্ট সৌরভ চৌধুরী প্রতিযোগী হিসেবে হট সিটে বসেছেন। সেই ব্যক্তির সঙ্গে আলাপ সেরে অমিতাভ জানান ডালহৌসিতে বেঙ্গল চেম্বার অব কমার্সের পাশে তাঁর অফিস ছিল যেখানে তিনি বাংলা শিখতে যেতেন। অমিতাভের সেই কোম্পানি যেখানে কাজ করতেন তখন সেখানে ৩০০০ টাকা দিত যাতে কর্মীরা বাংলা শিখতে পারে। আর সেই বাংলা শেখার কোর্স ছিল ৩ মাসের। ৩ মাসের পর পরীক্ষা দিতে হতো। কিন্তু সেই সময় বাংলা শিখলেও পরে যথারীতি ভাষাটা ভুলে যান। অত মনে রাখতে পারেন না। বাড়িতে জয়া বচ্চন বাংলায় কথা বলতে শুরু করলেই তিনি নার্ভাস হয়ে পড়েন। কিন্তু এমন ভান করেন যেন সব বুঝতে পারছেন।
এই বিষয়ে স্মৃতি হাতড়ে অমিতাভ বলেন, 'বাড়িতে অতিথি এলেই, কোনও ব্যক্তিগত কথা থাকলে জয়া সবসময় বাংলায় কথা বলে। আর আমি ভান করি যেন আমি বুঝেছি। কিন্তু আমি আদতে কিছুই বুঝি না। সম্প্রতি ও গোয়ায় একটি ছবির শ্যুটিংয়ে গিয়েছিল, আর ওখান থেকে আমায় ফোন করে। ওর ফোন দেখেই আমি নার্ভাস হয়ে পড়ি।'
অমিতাভ বচ্চন বলেন, 'আমি তাও ভয়ে ভয়ে ফোন ধরি। ও যথারীতি বাংলায় কথা বলতে শুরু করে যেহেতু আশেপাশে লোকজন ছিল। আমি প্রথম হ্যাঁ হ্যাঁ করলেও একটা সময়ের পর আমি ওকে বলি যে আমি কিছু বুঝতে পারছি না। আমায় যদি আজ জিজ্ঞেস করো যে আমি বাংলা বুঝি কিনা তাহলে বলব আমি দুটো জিনিস বুঝি বা বলতে পারি। বেশি জানে না। একটু একটু জানে। এই দুটোই পারি।'
আরও পড়ুন: বক্স অফিস দাপানোর পর এবার OTT-তে আসছে ভুল ভুলাইয়া ৩! কবে থেকে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে?
প্রসঙ্গত অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন ১৯৭৩ সালে গাঁটছড়া বাঁধেন। তাঁদের দুই সন্তান শ্বেতা বচ্চন এবং অভিষেক বচ্চন। অমিতাভ এবং জয়া একসঙ্গে বংশী বিরজু, অভিমান, মিলি, শোলে, সিলসিলা, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।