বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh Bachchan on ChatGPT: 'চ্যাটজিপিটি দ্রুত মানুষকে সরিয়ে তার জায়গা নেবে', ব্লগে দাবি অমিতাভের

Amitabh Bachchan on ChatGPT: 'চ্যাটজিপিটি দ্রুত মানুষকে সরিয়ে তার জায়গা নেবে', ব্লগে দাবি অমিতাভের

চ্যাটজিপিটি নিয়ে নিজের ভাবনা জানালেন অমিতাভ বচ্চন

Amitabh Bachchan on ChatGPT: চ্যাটজিপিটি নিয়ে নিজের ভাবনা জানালেন অমিতাভ বচ্চন। বললেন আগামীতে এই প্রযুক্তি হয়তো শীঘ্রই মানুষের জায়গা নিয়ে নেবে।

অমিতাভ বচ্চন তাঁর ব্লগে হামেশাই কোনও না কোনও বিষয় নিয়ে লিখতেই থাকেন। এবার তিনি তাঁর ব্লগে লিখলেন চ্যাটজিপিটির বিষয়ে। দিন দিন এই প্রযুক্তির জনপ্রিয়তা বেড়েই চলেছে। অভিনেতা সম্প্রতি তাঁর একটি ব্লগে এই একটি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ভিত্তিক সফটওয়ার ব্যবহার করে নিজের কিছু ছবি বানিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং একই সঙ্গে সেখানে চ্যাটজিপিটির বিষয়ে কথা বলেন।

বিগ বি তাঁর এই চ্যাটজিপিটি সম্পর্কিত ব্লগে লেখেন, 'আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বিশ্বকে শাসন করছে এখন ঠিক যেমনটা চ্যাটজিপিটি অ্যাপ করে থাকে। একই সঙ্গে আমরা বোধহয় সকলেই জানি এটা শীঘ্রই মানুষের জায়গা নিতে চলেছে তাঁদের সরিয়ে। আমি চাই চ্যাটজিপিটি নিজেই আমার জন্য আমার দিনের বিষয়ে লিখুক। কিন্তু সেই লেখায় কোনও প্রাণ থাকবে না। কিন্তু একদিন আমি এটা চেষ্টা করবই।'

এখন কেন তাঁকে অতটা দেখা যায় বাইরে সেই বিষয়েও এদিন তিনি লেখেন। জানান নিজের অসুস্থতা, উদ্বেগ, ইত্যাদির কারণে তিনি এখন সমস্ত আমন্ত্রণ, ইত্যাদি ফিরিয়ে দিচ্ছেন। তিনি জানান, 'যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি আমার আমিটা সবার থেকে দূরে থাকতে চাইছে। একাকীত্ব চাইছে। এছাড়া পাবলিকের সামনের আসতে পারছি না কারণ আমার স্বাস্থ্যের জন্য। কিন্তু জানি না এটা একাকীত্বের লক্ষণ কিনা তবে কী বলছি, কেমন আচরন করছি, কী পরছি, কতটা যুক্ত হচ্ছি কোনও বিষয়ে, ইত্যাদি কীসের ইঙ্গিত দিচ্ছে জানি না। সমস্ত প্রতিষ্ঠান থেকে আমায় যে সম্মান দেওয়া হয়, আমার কাজকে যে গ্লোরিফাই করা হয় সেটা পড়তে ভালো লাগে, বিশ্বাস করতে নয়। না ওদের বিরুদ্ধে কোনও বক্তব্য নেই আমার। এটা কেবল একটা উপলব্ধি।

কিছুদিন আগে প্রজেক্ট কের শ্যুটিং চলাকালীন গুরুতর আহত হন অমিতাভ। হায়দ্রাবাদে শ্যুটিং চলছিল যখন তখন তাঁর পাঁজর, ইত্যাদিতে চোট লাগে। তিনি তৎক্ষণাৎ মুম্বই ফিরে আসেন।

আগামীতে অভিনেতাকে প্রজেক্ট কে-তে দেখা যাবে। তাঁর সঙ্গে এই ছবিতে প্রভাস, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি প্রমুখকে দেখা যেতে চলেছে। এছাড়া রিভু দাশগুপ্তর সেকশন ৮৪ তেও তাঁকে দেখা যাবে। বিগ বিকে শেষবার উঁচাই ছবিতে দেখা গিয়েছিল অনুপম খের, নীনা গুপ্ত, বোমান ইরানি প্রমুখের সঙ্গে।

বন্ধ করুন