সালটা ছিল ২০০৬, করণ জোহরের ‘কভি অলবিদা না কেহেনা’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন আর শাহরুখ খানকে। তারপর পার হয়েছে দীর্ঘ ১৭ বছর। আর একসঙ্গে দেখা যায় নি বিগ বি- আর বাদশাকে। তবে ফের একহচ্ছেন, বলিউডের এই দুই শীর্ষ তারকা। তবে সেটা কোন ছবি তা অবশ্য কেউই খোলসা করেননি। তবে খুব সম্ভবত ছবির নাম 'বাদা'
সম্প্রতি কিং খানের এক অনুরাগী শাহেনশা ও বাদশার একটি ছবি শেয়ার করে AskSRK তে মিস্টার বচ্চনের উদ্দেশ্যে কিছু কথা বলতে বলেন। উত্তরে শাহরুখ লেখেন, ‘এত বছর পর সিনিয়র বচ্চনের সঙ্গে কাজ করা খুব মজার ছিল। এই শুটিংটা আমার কাছে অনুপ্রেরণার এবং আশীর্বাদের ছিল। শুধু আপনাকে জানাতে চাই উনি আমাকে দৌড়ে হারিয়ে দিয়েছেন!’
আরও পড়ুন-গদর ২ ব্যবসায় লাগাম, বক্স অফিসে ১৫ দিন পার করে আয় কত হল অক্ষয়ের OMG-2-র?
আরও পড়ুন-মধুবনীর জন্মদিন, স্ত্রীকে বিলাসবহুল উপহার রাজার, কী এমন দিলেন?
শহরুখ-অমিতাভের এই ছবি দেখে অনুরাগীরা অনেকেই নানান মন্তব্য করেছেন। একজন 'কভি খুশি কভি গম'-এর চরিত্রের কথা মনে করিয়ে দিয়ে একজন লিখেছেন, ‘যশবর্ধন রাইচাঁদ এবং রাহুল রাইচাঁদ কবে ফিরে আসবে?’ আরেক জনের কথায়, ‘ইসসস অনুভূতিটা ঠিক প্রকাশ করতে পারছি না... রাইচাঁদ... আপনি ও তিনি একসঙ্গে কালো জ্যাকেট পরা অবস্থায়। বিশেষ করে আপনি দৌড়াচ্ছেন... নিজেকে কিছুতেই বোঝাতে পারছি না যে এটা K3G-তে নয়। আমার সেই সুন্দর রাহুল... যিনি হেলিকপ্টার থেকে নেমে দৌড় দিচ্ছেন... আপনাকে এখনও তেমনই চকো লেটি হিরোর মতো লাগছে’। আরও একজন লিখেছেন, ‘বচনের সঙ্গে SRK, নিশ্চিতভাবে ব্লকবাস্টার।’ আরও একজন মন্তব্য করেছেন, ‘একজন রাজা মহানায়কের কথা বলছেন.. অদ্ভূত।’ তবে নিন্দুকের অভাব নেই। তাই এরই মাঝে একজন্ত ব্যঙ্গাত্মক ভাষায়ও বলেন, ‘গৌরী ম্যাম অউর জয়াজি কে পিছে ভাগতে হুয়ে ২ কিংবদন্তি (গৌরী খান এবং জয়া বচ্চনের পিছনে ২জন কিংবদন্তি দৌড়াচ্ছেন)।’
প্রসঙ্গত, শাহরুখ খান ও অমিতাভ বচ্চন ‘মহব্বতেঁ’, ‘কভি খুশি কাভি গম’, ‘কভি আলবিদা না কেহনা’, ‘পহেলি’, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’ এবং ‘বীর জারা’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যদিও ব্রহ্মাস্ত্রতে শাহরুখ অমিতাভের কোনও একসঙ্গে দৃশ্যে ছিলনা। এদিকে খুব শীঘ্রই 'জওয়ান' ছবিতে দেখা যাবে শাহরুখকে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখের 'জওয়ান'।