বাংলা নিউজ > বায়োস্কোপ > Mrinal Sen Biopic Padatik: সৃজিতের প্রশংসা অমিতাভের মুখে, শেয়ার করলেন 'পদাতিক'-এর পোস্টার, ফুট কাটলেন শ্রীজাত

Mrinal Sen Biopic Padatik: সৃজিতের প্রশংসা অমিতাভের মুখে, শেয়ার করলেন 'পদাতিক'-এর পোস্টার, ফুট কাটলেন শ্রীজাত

মৃণাল সেনের বায়োপিক পদাতিক নিয়ে সৃজিতকে শুভেচ্ছা জানালেন অমিতাভ, কমেন্ট করলেন শ্রীজাত। 

মৃণাল সেনের বায়োপিক পদাতিক নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর এবার সেই সিনেমার ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে নিলেন বিগ বি। 

মৃণাল সেনের জন্মবার্ষিকীতে তাঁর বায়োপিক আনার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। সিনেমার নাম ‘পদাতিক’। ইতিমধ্যেই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। যাতে মৃণালের চরিত্রে দেখা মিলবে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর। আর এবার সিনেমার ফার্স্টলুক পোস্টার শেয়ার করে নিলেন খোদ অমিতাভ বচ্চন।

কয়েক দশক ধরে একের পর এক হিট সিনেমা দিয়ে শুধু যে নিজের নাম ভারতীয় সিনেমার জগতে সোনার অক্ষরে লিখে রেখেছেন অমিতাভ তা নয়, কোথায় কী হচ্ছে সেই খবরও থাকে তাঁর কাছে। সোশ্যাল মিডিয়ায় সেসব পোস্ট করতেও ভোলেন না বর্ষীয়ান অভিনেতা। এবার যেমন সৃজিতের ছবি নিয়ে শুভেচ্ছা জানালেন। ‘পদাতিক’-এর পোস্টার শেয়ার করে লিখলেন, ‘অনেক শুভকামনা…’ পোস্টে হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন #Padatik #ChanchalChowdhury #SrijitMukherji।

অমিতাভের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সৃজিত। লিখলেন, ‘ধন্যবাদ স্যার। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা’। আর সৃজিতের এই পোস্টেই বন্ধুর সঙ্গে একটু খুনশুটি করলেন কবি-পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘যাক, অনেক করে বললাম, নতুন ছেলে, কাজ করছে, একটা উইশ করে দাও অমিতদা। কথা রেখেছে দেখছি।’ আর জবাবে সৃজিত লিখেছেন, ‘আমি মানবজমিন নিয়ে পাচিনো’-কে বলতে বলেছিলাম। বলেনি, সরি। আল ছেড়ো না।’ আপাতত দুই বন্ধুর এই মজার উত্তর-প্রত্যুত্তরে মজেছেন নেট-নাগরিকরা।

প্রসঙ্গত, পরিচালক হিসেবে মানবজমিন দিয়ে হাতেখড়ি হল শ্রীজাতর। ইতিমধ্যেই এই ছবি বেশ প্রশংসা পাচ্ছে দর্শকদের থেকে। ছবিতে অভিনয় করেছেন পরমব্রত-প্রিয়াঙ্কা মুখ্য চরিত্রে। দেখা মিলেছে সৃজিতেরও।

‘পদাতিক’-এ মৃণালের ব্যক্তিগত এবং পরিচালনার জীবনই বেশি থাকবে। ফোকাসে থাকবে ১৯৬৯ থেকে ১৯৭৩ সময়কালে তাঁর বানানো কলকাতা ট্রিলজি। জানুয়ারি থেকেই শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমে এটিকে ওয়েব সিরিজ হিসেবে নিয়ে আসার কথাই ভেবেছিলেন সৃজিত। লকডাউনে স্ক্রিপ্টও তৈরি করে ফেলেন। তারপর সিদ্ধান্ত বদল, ঠিক করেন সিনেমাই বানাবেন। ফলত বদলাতে হয়েছে স্ক্রিপ্টও। দৈর্ঘ্যেও ছোট করতে হয়েছে। এর আগেও সাবাশ মিঠু, ভাওয়াল রাজার মতো একাধিক বায়োপিক বানিয়েছেন সৃজিত। তবে মৃণাল সেনের মতো কিংবদন্তি পরিচালককে পরদায় নিয়ে আসা নিসন্দেহে চ্যালেঞ্জিং।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন